Tuesday, July 13, 2021

Mosharraf Karim Life Story

মোশাররফ করিম      (Mosharraf Karim)

 

মোশাররফ করিমের মতো অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গেও আর দেখা যায় না:

বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর দেখে মুগ্ধ হয়েছেন ভারতের বাংলা সিনেমার দাপুটে অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ভালো লাগার কথা তিনি মনের মধ্যে চেপে রাখতে পারেননি।

Actors like Musharraf Karim are no longer seen in West Bengal: 

Prosenjit Chatterjee, the actor of Bengali cinema in India, has been fascinated by watching the web series 'Mahanagar' of Bangladesh. He could not keep in mind that he liked himself.

 

চলচ্চিত্রে অভিনয়:

কে এম মোশাররফ করিম (জন্ম ২২ আগস্ট ১৯৭১) একজন বাংলাদেশী অভিনেতা, তার অভিনীত প্রথম নাটকঅতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), এবং অজ্ঞাতনামা (২০১৬), কমলা রকেট (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করেন।

নাটকে অভিনয়:

২০০৮ সালেদেয়াল আলমারি, ২০১২ সালেজর্দ্দা জামাল, ২০১৩ সালেসেই রকম চা খোরনাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার- সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৯ সালেহাউজফুল, ২০১১ সালেচাঁদের নিজস্ব কোন আলো নেই, ২০১৩ সালেসিকান্দার বক্স এখন বিরাট মডেল, ২০১৪ সালেসেই রকম পানখোর, এবং ২০১৫ সালেসিকান্দার বক্স এখন নিজ গ্রামেনাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার- তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। ২০২১ সালে ওয়েব সিরিজ মহানগর- অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

 

টেলিভিশন টেলিফিল্ম:

  1.     হেফাজ ভাই 
  2.    দুই রুস্তম               
  3.     ফ্লেক্সিলোড    
  4.     কিংকর্তব্যবিমূঢ়
  5.     আউট অফ নেটওয়ার্ক
  6.     জুয়া
  7.     সুখের অসুখ

  8.     সিরিয়াস কথার পরের কথা
  9.     সন্ধান চাই
  10.     লস
  11.     ঝাল মুড়ি
  12.     সিটি লাইফ
  13.     বিহাইন্ড দ্যা সিন
  14.     ক্যারাম প্রথম পত্র
  15.     ক্যারাম দ্বিতীয় পত্র
  16.     কথা দিলেম তো
  17.     হাতেম আলি
  18.     জর্দা জামাল
  19.     বউচি
  20.     চাঁদের আলোয় কয়েকজন যুবক
  21.     চাল বাচাল
  22.     অফ দ্যা রেকর্ড
  23.     সাদা গোলাপ
  24.     এ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ
  25.     আবু করিম
  26.     কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স
  27.     আবুল কবিরাজ
  28.     আগামীকাল
  29.     আজকের দেবদাস
  30.     আমেরিকা
  31.     অসুখ
  32.     আমি হিমু হতে চাই
  33.     বিভ্রম ভালবাসার গল্প
  34.     বংশ রক্ষা
  35.     গন্তব্যর দিকে
  36.     বনলতা সেন
  37.     বর+বৌ = ?
  38.     বসরাই গোলাবের সৌরভ
  39.     ছাইয়া ছাইয়া
  40.     চ্যালেঞ্জ
  41.     চোর তিথি আর আমি
  42.     কামিং সুন
  43.     দেনমোহর
  44.     দেয়ালহীন দরজা
  45.     দর্প হরণ
  46.     একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল
  47.     ইতি এবং
  48.     ফোর্থ সাবজেক্ট
  49.     হাতা বাবা রিটার্ন
  50.     কোরিয়ান
  51.     ব্যাংকক
  52.     কালো ভ্রমর
  53.     ল্যাইছ ফিতা
  54.     লস প্রজেক্ট
  55.     লস্ট অ্যান্ড ফাউন্ড
  56.     মেঘ বন্ধু
  57.     নাটক শেষ ভালবাসা শুরু
  58.     নৈশভোজ
  59.     পিক পকেট
  60.     পয়েন্ট থ্রী
  61.     পল্টিবাজ
  62.     রঙ্গিন ফানুস
  63.     সংখ্যাতত্ত্ব
  64.     শূন্যস্থান পূরণ
  65.     শূন্যতায় বোনা ঘর
  66.     ঠগবাজ
  67.     ঠুয়া
  68.     তৃতীয় পক্ষ
  69.     ভায়োলিন
  70.     ভূগোল
  71.     ভ্রমর
  72.     বাড়াবাড়ি
  73.     ঢেউ পোলাও ডট কম
  74.     চা অথবা কফি

  75.     বন্ধু আমরা তিনজন
  76.     মানিব্যাগ
  77.     একটি ঘটনা অথবা দুর্ঘটনা
  78.     ভেজাল
  79.     শর্টকাট
  80.     জন্মদিন
  81.     চাইছি তোমার বন্ধুত্ব
  82.     যমজ
  83.     প্রিয় পারভিন
  84.     গরিবের বন্ধু
  85.     কবি বলেছেন
  86.     আন্তনগর
  87.     মোবাইল কোর্ট
  88.     ভুল এবং অনুতপ্ত
  89.     দেবদাস হতে চাই
  90.     জিম্মি
  91.     লুঙ্গী
  92.     দেওয়াল আলমারি
  93.     ঢাকা মেট্রো ভ
  94.     ফাউল
  95.     কেছিকল
  96.     রং
  97.     চৌধুরি সাহেবের ফ্রী অফার
  98.     স্বপ্নে দেখা রাজকন্যা
  99.     তালা
  100.     টক শো
  101.     ডাকাত
  102.     বউ কথা কও
  103.     নাগরিক
  104.     উচ্চ মাধ্যমিক সমাধান
  105.     ডাক্তার জামাই
  106.     মানি ইজ নো প্রবলেম
  107.     বৃত্ত
  108.     জুতা বাবা
  109.     গন্তব্যের দিকে
  110.     পসারি
  111.     না ভোট
  112.     ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
  113.     মুদ্রাদোষ
  114.     পারি
  115.     ছেলে ধরার কল
  116.     সত্য বালক
  117.     শোয়া বাবা
  118.     সিকান্দার বক্স এখন অনেক বড়
  119.     সিকান্দার বক্স এখন বিরাট মডেল
  120.     সিকান্দার বক্স এখন কক্সবাজারে
  121.     সিকান্দার বক্স এখন পাগল প্রায়
  122.     সিকান্দার বক্স এর হাওয়াই গাড়ী
  123.     সিকান্দার বক্স এখন বান্দরবানে
  124.     সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি
  125.     সিকান্দার বক্স এখন নিজ গ্রামে
  126.     সোনার ডিম
  127.     প্রথম সূর্যের গল্প
  128.     হারানো সুর
  129.     সিমিলার টু
  130.     কঠিন প্রেম
  131.     লা লাটিম
  132.     ভালবাসার গল্প ফুল
  133.     ভালোবাসার উল্টোপিঠ
  134.     ভালবাসার এবেলা ওবেলা
  135.     চন্দ্র বিন্দু
  136.     গরু চোর
  137.     চোর ও নভেলিস্ট
  138.     শুধু একটু বিরহের জন্য
  139.     একটি নোট
  140.     দূরত্ব বজায় রাখুন
  141.     না মানুষ
  142.     প্রথম প্রেম
  143.     পাইরেসি
  144.     গুগল ডট কম
  145.     কথা দিলেম তো

  146.     স্বপ্নজাল
  147.     সবিনয় জানতে চাই
  148.     সুপাত্রের সন্ধানে
  149.     কাউন্টার মাস্টার
  150.     চুপ! ভাই কিছু বলবে
  151.     ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউয়ের জলে
  152.     পান পাতা মুখ
  153.     ফাঁদ ও বগার গল্প
  154.     মাইনাসে মাইনাসে প্লাচ
  155.     নেগেটিভ পজিটিভ
  156.     মিথ্যুক
  157.     ফ্লাইওভার
  158.     তিনি একজন সৌভাগ্যবান
  159.     দ্যা মিস্টরিয়াস আইল্যান্ড
  160.     দ্যা আরটিষট
  161.     একটি ঈদের জন্য
  162.     আতঙ্ক
  163.     মানিকজোড়
  164.     ডানা ভাঙ্গা স্বপ্ন
  165.     অফ দ্যা ফুটবল
  166.     দ্যা নিউ হাতেম আলী
  167.     দেবদাস
  168.     সেই রকম চা খোর
  169.     বউ চোর
  170.     সরল গল্প
  171.     পাপ
  172.     হাই প্রেশার
  173.     সিন্দুক
  174.     চেরাগ
  175.     লাল বাক্স
  176.     ভেজাল মন্ডল
  177.     চিলেকোঠা
  178.     ২০ তারিখ আমার বিয়ে
  179.     চোরের ভবিষ্যৎ
  180.     এলোমেলো শব্দের জলসিঁড়ি
  181.     দ্বিতীয় স্থান থেকে
  182.     প্রেমের জন্য পাগল
  183.     আমি মফিজ
  184.     সিরিয়াস একটা কথা আছে
  185.     লাভ ইন বরিশাল
  186.     চিটার
  187.     বাবুল স্যার
  188.     পিরিতের কাঙাল
  189.     পিরিত
  190.     স্বপ্ন ও ভ্রূণ
  191.     কাকতাড়ুয়া

  192.     তালা পরা তালা বাবা
  193.     হাওাই মিঠাই
  194. গেট
  195. বর্ষার দু দিন
  196. চোরের মন পুলিশ পুলিশ
  197. সাক্রাইন
  198. স্বপ্ন সমীকরণ
  199. লিটল ম্যাগ
  200. ভেলকি
  201. ভালো মানুষ
  202. পারফিউম
  203. ওথেলো সিনড্রোম
  204. শাজাহানের তিন দিন
  205. স্বপ্নের জাল
  206. শাড়ী
  207. সিটি লাইটস
  208. পকেট মার
  209. তিতা মিঠা মধুচন্দ্রিমা
  210. সেই রকম ঝালখোর
  211. বিহাইন্ড দ্যা ট্র্যাপ
  212. লায়েক চাঁন দি গ্রেট
  213. সাধারণ গণিত
  214. টাপুর টুপুর অপেরা
  215. প্রেম পাগল
  216. ঘুম বাবু
  217. তিন বেকারের কর্মশালা
  218. চিঠি দিও প্রতিদিন
  219. সুখ টান
  220. বন্ধু এবং ভালবাসা
  221. নিজস্ব সম্পত্তি
  222. কাজের বুয়া
  223. পাত্র চাই
  224. ভণ্ড প্রেমিক
  225. সেলফি
  226. জগতি
  227. হরতাল
  228. সাধারণ জ্ঞান
  229. সুপারম্যান
  230. যমজ ২
  231. ডেঞ্জার ম্যান
  232. সেই রকম পানখোর
  233. ঠাডা
  234. চান্স মাষ্টার
  235. দ নয় ধ
  236. প্রেম ও প্রতিশোধের গল্প
  237. রতন ডাকাতের দেশটা
  238. অভিনেতা
  239. আমি স্পেশাল মানুষ
  240. প্রায় রকস্টার
  241. ভয়ঙ্কর অভিনেতা
  242. হিরার নেকলেস
  243. ব্রেক অফ স্টাডি
  244. টু লেট
  245. তনু
  246. হিরো
  247. রেড এলার্ট
  248. হিটার
  249. আমি মফিজ হতে চাই
  250. আউট অফ রুলস
  251. অর্থবহ চিরকুট
  252. কনফেসন
  253. মমিন মৃধা বাড়ী নেই
  254. শূন্য
  255. বউয়ের জ্বালা
  256. এল বি ডব্লিউ
  257. দ্যা বিজনেস অফ বাটপারি
  258. রাস্কেল
  259. অসমাপ্ত প্রেমের গল্প
  260. মেহমান
  261. শাড়ি
  262. আষাঢ়ে গল্প
  263. ঝুলুন্ত বাবুরা

  264. হাবিলদার হাতেম
  265. মমিন মৃধা
  266. দুই নম্বর
  267. মনুষ্যত্ব
  268. তখনও সূর্য ডোবেনি
  269. ঘুম ভাঙ্গা এক বিকেল
  270. বাটপার
  271. যমজ ৩
  272. চাঁদে চন্দ্র বিন্দু নেই
  273. যোগফল শূন্য
  274. ঘুণপোকা ও শেষ রাতের গল্প
  275. কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না
  276. চান্স মাষ্টার
  277. ফ্যান্টাস্টিক তরফদার
  278. সেন্সলেস
  279. জামাই শ্বশুর
  280. দ্যা নিউ হাতেম আলি
  281. সেই রকম ঘুষখোর
  282. হ্যালো
  283. মীরজাফর
  284. রঙ
  285. ক্ষুদা
  286. একজন রিক্সাওয়ালা
  287. প্রেম ভাইরাস
  288. ঘুম বাবুর বিয়ে
  289. লুলু বুলু
  290. ইক্লিপ্স
  291. সুশীল
  292. শিক্ষা সফর
  293. প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন
  294. কট মেরিজ
  295. যমজ ৪
  296. কান পড়া
  297. ব্যাকআপ আর্টিস্ট
  298. এনালগ ভালবাসা
  299. সুপারম্যান
  300. তারা খান
  301. আসিতেছে তারা খান
  302. মেডেল
  303. ক্ষুধা
  304. অলৌকিক মানুষ
  305. কৃষকের বন্ধু ফ্লোরা
  306. আমি ভিলেন হতে চাই
  307. পুরান ঢাকার ফুল ভাই
  308. একটি আদর্শ বিদ্যালয়
  309. আজ শুভ দিন
  310. সুইচ অফ
  311. প্যারা
  312. দাওয়াই
  313. কথা দিলাম তো
  314. ফাঁদ
  315. লাল টি-শার্ট
  316. দুষ্টু ছেলের দল
  317. দ্বিধা
  318. নাসের গ্যাং ০০৯
  319. প্রত্যাবর্তন
  320. সিগারেট জামাই
  321. ঘূর্ণিঝড়
  322. নষ্ট প্রেম
  323. বুইড়া বিয়ে

  324. চোর
  325. মিথ্যুক
  326. সিলেটি বউ
  327. বোকা খোকা
  328. মূর্খ সার্টিফিকেট
  329. কালো চশমা
  330. আপন কথা
  331. মানবতা
  332. প্রেমিকা অপহরণ
  333. রসগোল্লা
  334. আমি কে
  335. শত্রু প্রেম
  336. সাদা সিধে মানুষের গল্প
  337. প্রপোজ
  338. প্রেমিকা চোর
  339. কুহক ও বোবা জোনাকি
  340. প্রেমের গল্প
  341. কাঁটা
  342. মিস ফায়ার
  343. একটা লাইক দেবেন প্লিজ
  344. যমজ ৫
  345. সুইস অফ
  346. আঙ্গুর ফল টক
  347. স্মার্ট বয়
  348. সিনেমাটিক
  349. দুই বান্দর
  350. ল্যাম্প
  351. বান্দরবান
  352. হাত বদল
  353. হিটার
  354. মহিনের পাদুকা জোড়া
  355. কিড সোলায়মান
  356. রক
  357. বউগিরি
  358. এভারেজ আসলাম
  359. জান কুরবান
  360. ধান্দাবাজি
  361. মিসফায়ার
  362. এই গল্পটা হাসির
  363. লায়েক চাঁন দি গ্রেট
  364. টেস্ট
  365. আতঙ্ক
  366. কোনো এক প্রেমিক
  367. লাভলু
  368. মাইনাসে প্লাসে মাইনাস
  369. বৌয়ের জ্বালা
  370. সুখের খনি
  371. মিস্টেক ভালবাসা
  372. ভালবাসা কারে কয়
  373. ঘাট কাপড়
  374. চুপ, ভাই কিছু ভাবছে
  375. ঢেউ
  376. চুন্নু এন্ড সন্স
  377. এই সময় সেই সব মানুষেরা
  378. মেঘবালিকা
  379. আধারের ঋণ
  380. জি স্যার ঠিক বলেছেন
  381. হাতেম
  382. খেলা
  383. প্রেম ও ভালবাসা
  384. একটি গোলাপ
  385. ঘাউরা মজিদ
  386. মেজার ফরটি নাইন
  387. বেয়াদব জামাই
  388.  
  389.  
  390. ফাটা বালক
  391. জান
  392. শিক্ষা সফর
  393. মাফ করবেন প্লিজ
  394. একজন ক্রিয়েটিভ লোকের কোর্ট মেরেজ
  395. মেন্টাল
  396. বলদ
  397. টো-লেট
  398. ঘাড়তেরা বউ
  399. সেই রকম ঘুষখোর
  400. গ্রেট চাপাবাজ
  401. একজন রিকশাওয়ালা
  402. ফ্লাই ওভার
  403. ফাঁপর মান্না
  404. কলমিলতা
  405. আমি যারে খুঁজি
  406. হাইপোথিস
  407. হার্ট এ্যাটাক
  408. মায়া কান্না
  409. চড়কি
  410. একচামচ পুষ্টিকর প্রোটিন
  411. একজন মায়াবতী ও দুই মেকানিক
  412. বাটপারি ব্যবসা
  413. মাহিনের পাদুকা জোড়া
  414. কাজের ছেলে বুয়া
  415. ভালোবাসার সুপ্ত অনুভূতি
  416. পাওয়ারফুল
  417. জোর করে বিয়ে
  418. দেয়ালহীন দরজা
  419. ডিজিটাল বনবাস
  420. জগতী
  421. বুইড়া বিবাহ
  422. আমি স্পেসাল মানুষ
  423. আমি ভিলেন হতে চাই
  424. তুমি কি এখনো আমার তুমি
  425. আউট
  426. জিনিয়াস
  427. যমজ ৬
  428. কবুল
  429. চন্দ্রজয়
  430. প্রথম সূর্যের গল্প
  431. বিয়ের কি মজা
  432. যুদ্ধ
  433. শর্টকাটে বাড়িওয়ালা
  434. নাগরিক
  435. বাপের বেটা
  436. লং মার্চ
  437. হাড়কিপ্টে
  438. আবারো তারা তিনজন
  439. ব্যকআপ আর্টিস্ট
  440. তেলু চোর
  441. মিস্টার মদন
  442. তিনি আর অভিনয় করবেন না
  443. যমজ ৭
  444. স্মার্টবয়
  445. চোরার ঘরে চোরা
  446. গাঁদা ফুলে আমার শরীর চুলকায়
  447. সাক্ষাৎকার
  448. একটি সাদা ঘুড়ির স্বপ্ন
  449. জন্ম
  450. এভরিথিং ইস ফেয়ার
  451. বিয়া করে বাড়িওয়ালা
  452. বাটপার আলী
  453. বিবাহ সমাচার
  454. চকচক করলেই সোনা হয়না
  455. দাদার দেশের ডাক্তার
  456. মাহিনের অনেক সাধের ঘড়ি
  457. স্মার্টবয় এখন মালোশিয়া
  458. টার্গেট সেকেন্ড হোম
  459. থার্ড পারসন
  460. আকান্দা
  461. বিবেকের লাঠি
  462. বডিগার্ড হোসেন
  463. দিবারাত্রি কোরিয়ার সার্ভিস
  464. ঘাউড়া মজিদ এখন পেরেশানে
  465. শেখ সাদির সেইসব দিনরাত্রি
  466. যমজ ৮
  467. ম্যারিড লাইফে এভারেজ আসলাম
  468. সদা ভয় সদা লাজ
  469. সরল মানুষ
  470. উৎকোচ
  471. দ্যা জেন্টেলম্যান
  472. এভারেজ আসলাম ইজ নট এ ব্যাচালর
  473. মাহিনের নীল তোয়ালে
  474. প্যারা ৪

  475. অভিনয়
  476. লাইফ ইজ কালারফুল
  477. বুলির বেল্কনি
  478. চোর ও চুরি
  479. মানুষ অমানুষ
  480. সব চরিত্র কাল্পনিক নয়
  481. অভিনন্দন
  482. ইস্যু
  483. ইতি ও ভালোবাসা
  484. মার্গারেট ও চন্ডি কথক
  485. মীরজাফরের মৃত্যু চাই
  486. মধ্যবিত্তনামা
  487. ঘাউড়া মজিদ এখন শ্বশুর বাড়ি
  488. মেজাজ ফরটি নাইন ২
  489. কপালের নাম গোপাল
  490. কুসুম কুসুম প্রেম
  491. তোমাকে চাই
  492. ঢাকাইয়া কোরবানি
  493. স্টার জন শাহ্
  494. বন্ধু আমরা
  495. দ্যা বস
  496. গোলাপী ঘুড়ি
  497. মাছের দেশের মানুষ
  498. ঘাওড়া মজিদ হানিমুনে
  499. গুলজার
  500. জীবন বাবুর চিঠি
  501. সোনা বৌ
  502. লক্ষ্মী ছেলে
  503. ওপেন টি বায়োস্কোপ
  504. শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে
  505. ফেরারি মন
  506. যমজ ৯
  507. ওরে বাবা মান সম্মান
  508. বিউটি ফোবিয়া
  509. সান্ত্বনা দে
  510. ব্রেইন ওয়াশ
  511. হাই প্রেসার ২
  512. চশমা পরিবার
  513. মাহিনের লাল ডায়রি
  514. সারপ্রাইজ
  515. আমি একজন হাতেম তাঈ হতে চাই
  516. অতি লোভে তাঁতি নষ্ট
  517. প্রফেসর টম এ্যান্ড জেরি
  518. তগদীর
  519. এখানে জীবনানন্দ নেই
  520. হাই প্রেসার
  521. হাই প্রেসার ২
  522. উগান্ডা মাসুদ
  523. যমজ ১০
  524. গৃহ শিক্ষক দিচ্ছি নিচ্ছি
  525. ঘাউরা মজিদ এখন ব্যবসায়ী
  526. ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক
  527. হিটলারের মৃত্যু চাই
  528. দানব
  529. দরদী মজনু
  530. ক্যারিয়ার
  531. বন্ধু আমরা
  532. আস্থা
  533. আবুলের ব্রেইন ওয়াশ
  534. হায় সমশেদ
  535. হায় বেবি
  536. বিয়ের দাওয়াত রইলো
  537. শালার জ্বালা
  538. মাহিনের রূপবান বিয়ে
  539. বুজুগ
  540. পোশাকে বংশের পরিচয়
  541. সঙ্গীত প্রেমী
  542. কিড সোলয়মান ২
  543. ওস্তাদের মাইর মাঝ রাতে
  544. ভন্ড যুগল
  545. স্টার জনশাহ্
  546. বিয়ে চাঁদে
  547. ফ্যাট ম্যান
  548. ঠিকানা
  549. দ্যা বস
  550. ও ডাক্তার
  551. নীল দংশন
  552. লুজার্স
  553. কবুলিয়তনামা
  554. রাজন দ্যা কিং
  555. সেই রকম কাচ্চিখোর
  556. আদম
  557. তখনও সূর্য ডুবেনি
  558. মুই বরিশাইল্লা মুই বাংলাদেশী
  559. এক বৈশাখী ভোরে
  560. যে শহরে টাকা ওড়ে
  561. যমজ ১১
  562. যমজ ১২
  563. স্বর্ণমানব-৩
  564. আই অ্যাম আন্ডার অ্যারেস্ট
  565. পরী ও পানির বোতল
  566. গল্পওয়ালা
  567. রোদের অপেক্ষা
  568. ডিভোর্স ফটোগ্রাফি
  569. সাইজ ডাসনট ম্যাটার
  570. মাটির ব্যাংকে ভালোবাসা
  571. পাগল মন
  572. প্রেম বিজ্ঞান
  573. বনলতা আর জোনাকির গল্প
  574. এ ডে উইদাউট ফোন
  575. ভাইরাল মাসুদ
  576. উচ্চতর ভালোবাসা
  577. এই বৈশাখী ভোরে
  578. এখানে তো কোন ভুল ছিলো না
  579. লুকিয়ে বাঁচুক ভালোবাসা
  580. ম্যাগনেট বাবু
  581. কন্ট্রাক
  582. রাতপ্রহরী ফুলনদেবী
  583. বোধ

Sunday, October 7, 2018

Researcher Dr. Zahid Hasan Science Discovery

Researcher Dr. Zahid Hasan:




In 2014, the invention of an intricate particle called 'Bhai Pharmiyan' was left in the world and the Bangladeshi scientist Dr. Zahid Hasan Taposh. Professor of physics at Princeton University of USA. Zahid discovered the 'Vile Pharmacy' particle, about 85 years ago, in 1929, the scientist Herman Ville conceived the first.After 85 years, the invention of the 'Vile Pharmacy' particle was found. Now he has come up with another surprise by finding the path of Zahid Pharmion particle.His new surprise was called "Quantum Magnet" in Topological Kagome, to surprise the world's inhabitants.
His discovery was published by the British-based International Journal of Nature, September 12, 2018. Then on September 13, 2012, Princeton University officially announced its discovery on its own website.Due to the discovery of Quantum Magnets in Kagome, memory capacity of memory of the computer can be more than hundred times higher than that of present and in the field of clinical examination, Navegaon will be installed. Professor Dr. A group of 22-member Princeton University led by Zahid Hassan Taposh was able to discover 'quantum magnet' in Kagome after a long study.

Friday, October 5, 2018

ইতিহাসের সাধারণ বিজ্ঞান

১) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ?

ক) জওহরলাল             খ) মহাত্মা গান্ধী

গ) ইন্দিরা গান্ধী             ঘ) অক্টোভিয়ান হিউম

উত্তরঃ অক্টোভিয়ান হিউম। 


২) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়োছবি নির্মিত হয়েছে তার নাম কি ?

ক) অস্তিত্ত্বে আমার দেশ             খ) ওরা এগার জন

গ) জন্মভূমি                            ঘ) আলোর মিছিল

উত্তরঃ অস্তিত্ত্বে আমার দেশ


৩) টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত ?

ক) ৮০ বর্গ কিমি             খ) ১১১ বর্গ কিমি

গ) ১০০ বর্গ কিমি            ঘ) ৮৫ বর্গ কিমি

উত্তরঃ ১০০ বর্গ কিমি । 


৪) শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত ?

ক) সিলেট                     খ) খুলনা

গ) মৌলভীবাজার            ঘ) চট্টগ্রাম

উত্তরঃ সিলেট । 


৫) রিনাই ও রিসা কাদের জাতীয় পোষাক?

ক) মারামা                     খ) চাকমা

গ) গারো                       ঘ) ত্রিপুরা

উত্তরঃ ত্রিপুরা । 


৬) বাংলা ভাষার প্রাথম ব্যাকরন রচনা করেন কে-

ক) অক্ষয় দত্ত                     খ) ব্রাসি হেলহেড

গ) মার্স ম্যান                      ঘ) রাজা রামমোহন

উত্তরঃ রাজা রামমোহন


৭) গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?

ক) সোনারগাও                     খ) বিদিশা

গ) গৌড়                              ঘ) জাহাঙ্গীর নগর

উত্তরঃ বিদিশা


৮) বাংলা সাহিত্যর আদি কবি কে?

ক) কাহপা                     খ) ভূসুকুপা

গ) চেগুনপা                     ঘ) পুইপা

উত্তরঃ পুইপা
৯) মুসলমান নারী জাগরনের কবি কে ?

ক) ফজিলাতুন্নাছা                     খ) বেগম রোকেয়া

গ )ফয়জুন্নেছা                           ঘ) সামসুন্নাহার

উত্তরঃ বেগম রোকেয়া

১০) বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ?

ক) ছল্লিশ                     খ) ষাট

গ) সত্তর                       ঘ) আশি

উত্তরঃ আশি

ইতিহাসের সাধারণ জ্ঞান, আমাদের অজানা কিছু জ্ঞানের তথ্য এখানে পাবেন

 




১) কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?

ক) কুমিল্লা             খ) গাজীপুর

গ) কুষ্টিয়া              ঘ) সিলেট 

উত্তরঃ কুষ্টিয়া। 


২) স্পারসো কি ?

ক) মহাকাশ গবেষনাকারী বেসরকারী সংস্থা              খ) ভূ-উপগ্রহ

গ) মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা                  ঘ) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি

উত্তরঃ মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা

৩) বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

ক) সাওতাল             খ) মাওরি

গ) মুরং                    ঘ) গারো

উত্তরঃ মাওরি। 


৪) বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারী অনুষ্ঠিত হয়-

ক) ১৯৮১                 খ)১৯৮২

গ)১৯৮৫                   ঘ) ১৯৭০

উত্তরঃ ১৯৮১। 


৫) নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?

ক) জাওহরলাল নেহেরু             খ) মওলানা আবুল কালাম আজাদ

গ) মহাত্মা গান্ধ                         ঘ) কোনটিই নয়

উত্তরঃ মহাত্মা গান্ধ। 


৬) সাবস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায়া অবস্থিত ?

ক) টিএসসি মোড়ে                            খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ) রেসকোর্স ময়দানে                         ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 


৭) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি ?

ক) বীর                            খ) গৌরব

গ) উনসত্তর                       ঘ) একত্তর

উত্তরঃ বীর। 


৮)  বাংলাদেশ বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ কোনটি ?

ক) মঙ্গোলয়েড                            খ) সেমাটিড

গ) অস্ট্রালয়েড                            ঘ) ককেশীয়

উত্তরঃ মঙ্গোলয়েড । 


৯)  ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল কত ?

ক) ১৭৫৭-১৯৪৮                            খ) ১৮৭৫-১৯৪৭

গ) ১৭৫৭-১৮৫৭                            ঘ) ১৬৬৫-১৮৮৫

উত্তরঃ ১৭৫৭-১৮৫৭

১০)  প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম কি ?

ক) মালদ্বীপ                           খ) সন্দ্বীপ

গ) বরিশাল                            ঘ) হাতিয়া

উত্তরঃ বরিশাল

Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...