Thursday, June 28, 2018

Virat Kohli Cricket Record বিরাট কোহলি ক্রিকেট রেকর্ড

ব্যক্তিগত তথ্য

পূর্ণ নাম:     বিরাট কোহলি                                       Full Name: Virat Kohli
জন্ম:           ৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৯)                 Date: 5 November 1988 (age 29)
ডাকনাম:    চিকু                                                       Nickname: Chiku
উচ্চতা:       ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)                  Height: 5 ft 9 in (1.75 m)
দিল্লি, ভারত                                                              Delhi, India
ব্যাটিংয়ের ধরন:     ডানহাতি                                    Batting style: Right handed
বোলিংয়ের ধরন:     ডানহাতি মিডিয়াম পেস            Bowling Style: Right-arm medium pace
ভূমিকা:                   ব্যাটসম্যান                                Introduction: Batman

ব্যক্তিগত জীবন

২০১৩ সাল থেকে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শুনা যেত। তারা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কোহলি স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি ক্রিকেটে কুসংস্কার হিসেবে হাতে একটি কালো রিস্টব্যান্ড পড়তেন। এর পূর্বে তিনি যে গ্লোভস পড়ে রান পেয়েছিলেন সেই গ্লোভস জোড়া পড়ে মাঠে নামতেন। ধর্মীয় কুসংস্কার ছাড়াও ২০১২ সাল থেকে তিনি তার ডান হাতে একটি কারা পড়তেন।

 খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

প্রতিযোগিতা                        টেস্ট     ওডিআই     টি২০আই     এফসি
ম্যাচ সংখ্যা                           ৫৩           ১৯৯             ৪৭            ৭৩
রানের সংখ্যা                        ৪২০৯      ৮৭৬৭        ১,৭০৮      ৫,২৪৩
ব্যাটিং গড়                            ৫০.১১     ৫৫.১৪        ৫৫.১         ৪৮.১০
১০০/৫০                               ১৭/১৫     ৩০/৪২        ০/১৭        ১৮/২০
সর্বোচ্চ রান                           ২৩৫        ১৮৩           ৯০*           ১৯৭
বল করেছে                            ১৫০         ৬১১            ১৪৬           ৬১৮
উইকেট                                ০             ৪                 ৪                ৩
বোলিং গড়                            -              ১৫৯.০০      ৪৯.৫০        ১০৮.০০
ইনিংসে ৫ উইকেট               ০             ০                 ০                 ০
ম্যাচে ১০ উইকেট                ০             -                  ০                 ০
সেরা বোলিং     -                    -             ১/১৫            ১/১৩           ১/১৯
ক্যাচ/স্ট্যাম্পিং                     ৩৬/–       ৮৩/–            ২১/–           ৬৭/–

ক্রিকেটের সব রেকর্ড ভেঙ্গে শীর্ষে বিরাট কোহলি

৩৫৪ ম্যাচে ৫৩টি আন্তর্জাতিক শতরান! পৃথিবী নামক গ্রহে বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি এত কম ম্যাচে এই মাইলস্টোন গড়ে ফেললেন।
একইদিনে সেঞ্চুরিয়ানে টেস্ট কেরিয়ার ২১তম শতরান অর্জন করলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সচিনের পর বিরাটই দ্বিতীয় ভারত অধিনায়ক যার ঝুলিতে রয়েছে ম্যান্ডেলার দেশে করা শতরানের গৌরব।একই সঙ্গে এদিন বিরাট কোহলি ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা রেকর্ডও। এতদিন পর্যন্ত বিশ্বের দ্রুততম ৫৩ শতকের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। ৩৮০ ইনিংস খেলে আমলা পৌঁছেছিলেন এই উচ্চতায়। আর বিরাট সেই উচ্চতায় পৌঁছলেন ২৬ কদম আগেই।

টেস্ট ক্রিকেটে বিরাটের রেকর্ড-(৫৪২১)
৬৫ ম্যাচ- ১০৯ ইনিংস- ২১টি শতরান ও ১৫ অর্ধশতরান

একদিনের আন্তর্জাতিকে বিরাটের রেকর্ড-(৯০৩০)
২০২ ম্যাচ- ১৯৪ ইনিংস- ৩৩টি শতরান ও ৪৫টি অর্ধশতরান

টি-টোয়েন্টিতে বিরাটের রেকর্ড-(১৯৫৬)
৫৫ ম্যাচ- ৫১ ইনিংস- ১৮টি অর্ধশতরান

বিরাট কোহলির অনেক রেকর্ডের মধ্যে ১০টি বিরল রেকর্ড


১.শচীন টেন্ডুলকারের পর এখন একমাত্র বিরাট কোহলিরই ওয়ানডেতে ৩৪টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে।

২. এক বছরের মধ্যে অধিনায়ক কোহলির অধীনে রয়েছে ছয়টি শতরান, যা আর কোনও ক্রিকেট অধিনায়কের নেই।

৩. বিশ্বে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ডও বিরাটের দখলে। ১৯৪ ইনিংসে তিনি ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন। এর আগে ২০৫ ইনিংসে নয় হাজার রান করার রেকর্ড ছিল এবিডি'র।

৪. একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোহলিই পরপর দু'বছরের মধ্যেই তিনটি দ্বিশতরান করেছেন।

৫. মাত্র ২৭ ইনিংসেই টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের মালিক বিরাট।

৬. অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৩টি শতরান করেছেন বিরাট কোহলি। এর আগে এই ক্লাবের শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
৭. দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ৬ বার ৩০০ এর অধিক রানের রেকর্ড করেছেন বিরাট কোহলি, যা আর অন্য ক্রিকেটার পারেননি।

৮. অধিনায়ক হিসেবে এক বছরে সব থেকে বেশি রান করার রেকর্ড অর্জন করেছেন কোহলি। ২০১৭ সালে কোহলির মোট রান ১৪৬০। এর আগে এই রেকর্ড ছিলো সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।

৯. টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার পাঁচটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলিই এখন পৃথিবীর একমাত্র ক্রিকেট অধিনায়ক যিনি টেস্টে ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন।

১০. ২০১৬ ক্রিকেটবর্ষে তিন ফরম্যাটে ৫০ এর উপর রানের গড় ছিলো বিরাট কোহলির, যা আর কোনো ক্রিকেটারের নেই।


Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...