৩০শে নভেম্বর ১৯৭৮ সালে কলকাতার এক অবাঙালী পরিবারে তার জন্ম হয়। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করেন। এরপর ভবানীপুর এডুকেশান সোসাইটি কলেজে পড়াশোনা শুরু করলেও পারিবারিক ব্যাবসার কারণে তিনি পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেন।
কেরিয়ার
বিভিন্ন পত্রপত্রিকায় মডেলিং করে তার কেরিয়ার শুরু। তিনি টিভিতে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জীর কমার্শিয়াল বিজ্ঞাপনে। এরপর তিনি কিছু টেলিভিশান সিরিয়ালে অভিনয় করেন যেমন বিষবৃক্ষ, জন্মভূমি ইত্যাদি।
জিতের প্রথম ছবি ছিল চন্দু কিন্তু সেই ছবি সিনেমামহলে সেই ভাবে সাড়া ফেলেনি এবং ২০০১ সালের সেই ছবি কেউ মনে রাখে নি। চন্দু ছিল একটি তামিল সিনেমা। ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তার সাথী ছবিতে জিত-কে কাস্ট করেন। প্রথমে সাথী ছবির জন্যে অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জীর কাছে অফার যায়, কিন্তু একজন কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চান নি, তাই অফার যায় নবাগত জিত-এর কাছে। পরবর্তীকালে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকালে জিৎ বলেছেন, সাথী না এলেও হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশান থাকলে সাফল্য আসবেই।
সাথী ছবির গান, বিশেষ করে 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' সেই সময় বাঙালী শ্রোতাদের খুবই আকৃষ্ট করেছিল। এই সিনেমা বাঙালী দর্শককে আবার হলমুখী করে তোলে। জিতের অভিনয় সকলের প্রশংসা পায়। প্রসেঞ্জিত চিরঞ্জিত পরবর্তী জমানার প্রথম হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা।
এরপর ধীরে ধীরে তিনি নাটের গুরু, বন্ধন, সঙ্গী, যুদ্ধ ইত্যাদি সফল ছবি করে বাঙলা ছবির সেরা আসনটি নিজের নামে পাকা করেন। অভিনেত্রী কোয়েল মল্লিক এবং স্বস্তিকা মুখার্জীর সাথে তার জুটি যথেষ্ট জনপ্রিয় হয়।
পরিচালক রিবি কিনাগীর সাথে জিৎ বহু জনপ্রিয় ছবি করেছেন। রাজ চক্রবর্তী জিৎ এবং সেই সময়ের উঠতি দেবকে নিয়ে দুই পৃথিবী পরিচালনা করেন যা একই সাথে শহুরে এবং গ্রামীণ দর্শককে আলোড়িত করে।
#জিৎ মূলত অ্যাকশান হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও তার করা রোমান্টিক ছবি গুলিও যথেষ্ট জনপ্রিয়। যেমন বন্ধন, সঙ্গী, শুভদৃষ্টি ইত্যাদি। কমার্শিয়াল ছবি ছাড়াও জিৎ অন্য ধারার সিনেমাতেও অভিনয় করেছেন। যেমন রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইল এবং রয়াল বেঙ্গল টাইগার ইত্যাদি।
নায়িকা
জিৎ-এর সাথে সবথেকে যে নায়িকার জুটি সাফল্য লাভ করে তিনি হলেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তার অভিনয় জীবন শুরু করেন জিৎ-এর সাথে নাটের গুরু ছবির মাধ্যমে। এরপর এরা বন্ধন, মানিক, যোদ্ধা, শুভদৃষ্টির মত প্রচুর সফল ছবি উপহার দেয়।
কোয়েল মল্লিক ছাড়াও জিৎ-এর সাথে যে নায়িকার জুটি দর্শকমনে সাড়া ফেলেছিল তিনি হলে স্বস্তিকা মুখার্জী। স্বস্তিকা মুখার্জীর সাথে জিৎ মস্তান, ক্রান্তি। আক্রোশ, পার্টনার, প্রিয়তমা ইত্যাদি ছবিতে অভিনয় করেন। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জী এবং সায়ন্তিকার সাথেও তার জুটি অনেকে পছন্দ করেন।
প্রোডিউসার জিৎ
২০১২ সালে তিনি নিজের প্রোডাকশান সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্টের সূচনা করেন। এই সংস্থার প্রথম ছবি ১০০% লাভ। এরপর বস, আওয়ারা ইত্যাদি কিছু সফল ছবি প্রযোজনা করেন জিত। এর মধ্যে মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক নীরজ পান্ডের সংস্থা ফ্রাইডে ফিল্মওয়ার্ক্স-এর সাথে যৌথভাবে প্রযোজনা করেন রয়েল বেঙ্গল টাইগার। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতে জিৎ একটি অন্যরকম চরিত্রে অভিনয় করেন।২০১৪ সালে তিনি বচ্চন নামে একটি বাংলা ছবি প্রযোজনা এবং অভিনয় করেন সেখানে তিনি বচ্চনের ফ্যানের ভূমিকায় অবতীর্ণ হন। এই ছবির রিলিজের আগে তিনি স্বয়ং অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাত করেন এবং তার আশীর্বাদ নিয়ে আসেন।