Wednesday, July 11, 2018

পরিকল্পনা কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি – planning ministry job circular

 পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সাতটি পদে মোট নয়জনকে এই নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

আবেদনের সময়সীমা: ১৯ জুলাই ২০১৮ এর মধ্যে  আবেদন পৌছাতে হবে।
আবেদন প্রক্রিয়া: জনপ্রশাসন মন্ত্রণালয় (www.mopa.gov.bd) কর্তৃক প্রণীত ফরমে A4  সাইজ কাগজে পূরণপুর্বক স্বাক্ষরসহ প্রকল্প পরিচালক, ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালিকরণ (এসডিবিএম) প্রকল্প, ব্লক-২, কক্ষ নং -১৩, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে আবেদন করতে হবে

Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...