গ) ইন্দিরা গান্ধী ঘ) অক্টোভিয়ান হিউম
উত্তরঃ অক্টোভিয়ান হিউম।
২) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়োছবি নির্মিত হয়েছে তার নাম কি ?
ক) অস্তিত্ত্বে আমার দেশ খ) ওরা এগার জন
গ) জন্মভূমি ঘ) আলোর মিছিল
উত্তরঃ অস্তিত্ত্বে আমার দেশ ।
৩) টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত ?
ক) ৮০ বর্গ কিমি খ) ১১১ বর্গ কিমি
গ) ১০০ বর্গ কিমি ঘ) ৮৫ বর্গ কিমি
উত্তরঃ ১০০ বর্গ কিমি ।
৪) শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত ?
ক) সিলেট খ) খুলনা
গ) মৌলভীবাজার ঘ) চট্টগ্রাম
উত্তরঃ সিলেট ।
৫) রিনাই ও রিসা কাদের জাতীয় পোষাক?
ক) মারামা খ) চাকমা
গ) গারো ঘ) ত্রিপুরা
উত্তরঃ ত্রিপুরা ।
৬) বাংলা ভাষার প্রাথম ব্যাকরন রচনা করেন কে-
ক) অক্ষয় দত্ত খ) ব্রাসি হেলহেড
গ) মার্স ম্যান ঘ) রাজা রামমোহন
উত্তরঃ রাজা রামমোহন ।
৭) গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?
ক) সোনারগাও খ) বিদিশা
গ) গৌড় ঘ) জাহাঙ্গীর নগর
উত্তরঃ বিদিশা ।
৮) বাংলা সাহিত্যর আদি কবি কে?
ক) কাহপা খ) ভূসুকুপা
গ) চেগুনপা ঘ) পুইপা
উত্তরঃ পুইপা ।
৯) মুসলমান নারী জাগরনের কবি কে ?
ক) ফজিলাতুন্নাছা খ) বেগম রোকেয়া
গ )ফয়জুন্নেছা ঘ) সামসুন্নাহার
উত্তরঃ বেগম রোকেয়া ।
১০) বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ?
ক) ছল্লিশ খ) ষাট
গ) সত্তর ঘ) আশি
উত্তরঃ আশি ।