Friday, October 5, 2018

ইতিহাসের সাধারণ বিজ্ঞান

১) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ?

ক) জওহরলাল             খ) মহাত্মা গান্ধী

গ) ইন্দিরা গান্ধী             ঘ) অক্টোভিয়ান হিউম

উত্তরঃ অক্টোভিয়ান হিউম। 


২) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়োছবি নির্মিত হয়েছে তার নাম কি ?

ক) অস্তিত্ত্বে আমার দেশ             খ) ওরা এগার জন

গ) জন্মভূমি                            ঘ) আলোর মিছিল

উত্তরঃ অস্তিত্ত্বে আমার দেশ


৩) টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত ?

ক) ৮০ বর্গ কিমি             খ) ১১১ বর্গ কিমি

গ) ১০০ বর্গ কিমি            ঘ) ৮৫ বর্গ কিমি

উত্তরঃ ১০০ বর্গ কিমি । 


৪) শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত ?

ক) সিলেট                     খ) খুলনা

গ) মৌলভীবাজার            ঘ) চট্টগ্রাম

উত্তরঃ সিলেট । 


৫) রিনাই ও রিসা কাদের জাতীয় পোষাক?

ক) মারামা                     খ) চাকমা

গ) গারো                       ঘ) ত্রিপুরা

উত্তরঃ ত্রিপুরা । 


৬) বাংলা ভাষার প্রাথম ব্যাকরন রচনা করেন কে-

ক) অক্ষয় দত্ত                     খ) ব্রাসি হেলহেড

গ) মার্স ম্যান                      ঘ) রাজা রামমোহন

উত্তরঃ রাজা রামমোহন


৭) গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?

ক) সোনারগাও                     খ) বিদিশা

গ) গৌড়                              ঘ) জাহাঙ্গীর নগর

উত্তরঃ বিদিশা


৮) বাংলা সাহিত্যর আদি কবি কে?

ক) কাহপা                     খ) ভূসুকুপা

গ) চেগুনপা                     ঘ) পুইপা

উত্তরঃ পুইপা
৯) মুসলমান নারী জাগরনের কবি কে ?

ক) ফজিলাতুন্নাছা                     খ) বেগম রোকেয়া

গ )ফয়জুন্নেছা                           ঘ) সামসুন্নাহার

উত্তরঃ বেগম রোকেয়া

১০) বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ?

ক) ছল্লিশ                     খ) ষাট

গ) সত্তর                       ঘ) আশি

উত্তরঃ আশি

ইতিহাসের সাধারণ জ্ঞান, আমাদের অজানা কিছু জ্ঞানের তথ্য এখানে পাবেন

 




১) কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?

ক) কুমিল্লা             খ) গাজীপুর

গ) কুষ্টিয়া              ঘ) সিলেট 

উত্তরঃ কুষ্টিয়া। 


২) স্পারসো কি ?

ক) মহাকাশ গবেষনাকারী বেসরকারী সংস্থা              খ) ভূ-উপগ্রহ

গ) মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা                  ঘ) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি

উত্তরঃ মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা

৩) বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

ক) সাওতাল             খ) মাওরি

গ) মুরং                    ঘ) গারো

উত্তরঃ মাওরি। 


৪) বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারী অনুষ্ঠিত হয়-

ক) ১৯৮১                 খ)১৯৮২

গ)১৯৮৫                   ঘ) ১৯৭০

উত্তরঃ ১৯৮১। 


৫) নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?

ক) জাওহরলাল নেহেরু             খ) মওলানা আবুল কালাম আজাদ

গ) মহাত্মা গান্ধ                         ঘ) কোনটিই নয়

উত্তরঃ মহাত্মা গান্ধ। 


৬) সাবস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায়া অবস্থিত ?

ক) টিএসসি মোড়ে                            খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ) রেসকোর্স ময়দানে                         ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 


৭) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি ?

ক) বীর                            খ) গৌরব

গ) উনসত্তর                       ঘ) একত্তর

উত্তরঃ বীর। 


৮)  বাংলাদেশ বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ কোনটি ?

ক) মঙ্গোলয়েড                            খ) সেমাটিড

গ) অস্ট্রালয়েড                            ঘ) ককেশীয়

উত্তরঃ মঙ্গোলয়েড । 


৯)  ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল কত ?

ক) ১৭৫৭-১৯৪৮                            খ) ১৮৭৫-১৯৪৭

গ) ১৭৫৭-১৮৫৭                            ঘ) ১৬৬৫-১৮৮৫

উত্তরঃ ১৭৫৭-১৮৫৭

১০)  প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম কি ?

ক) মালদ্বীপ                           খ) সন্দ্বীপ

গ) বরিশাল                            ঘ) হাতিয়া

উত্তরঃ বরিশাল

Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...