Friday, October 5, 2018

ইতিহাসের সাধারণ বিজ্ঞান

১) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ?

ক) জওহরলাল             খ) মহাত্মা গান্ধী

গ) ইন্দিরা গান্ধী             ঘ) অক্টোভিয়ান হিউম

উত্তরঃ অক্টোভিয়ান হিউম। 


২) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়োছবি নির্মিত হয়েছে তার নাম কি ?

ক) অস্তিত্ত্বে আমার দেশ             খ) ওরা এগার জন

গ) জন্মভূমি                            ঘ) আলোর মিছিল

উত্তরঃ অস্তিত্ত্বে আমার দেশ


৩) টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত ?

ক) ৮০ বর্গ কিমি             খ) ১১১ বর্গ কিমি

গ) ১০০ বর্গ কিমি            ঘ) ৮৫ বর্গ কিমি

উত্তরঃ ১০০ বর্গ কিমি । 


৪) শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত ?

ক) সিলেট                     খ) খুলনা

গ) মৌলভীবাজার            ঘ) চট্টগ্রাম

উত্তরঃ সিলেট । 


৫) রিনাই ও রিসা কাদের জাতীয় পোষাক?

ক) মারামা                     খ) চাকমা

গ) গারো                       ঘ) ত্রিপুরা

উত্তরঃ ত্রিপুরা । 


৬) বাংলা ভাষার প্রাথম ব্যাকরন রচনা করেন কে-

ক) অক্ষয় দত্ত                     খ) ব্রাসি হেলহেড

গ) মার্স ম্যান                      ঘ) রাজা রামমোহন

উত্তরঃ রাজা রামমোহন


৭) গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?

ক) সোনারগাও                     খ) বিদিশা

গ) গৌড়                              ঘ) জাহাঙ্গীর নগর

উত্তরঃ বিদিশা


৮) বাংলা সাহিত্যর আদি কবি কে?

ক) কাহপা                     খ) ভূসুকুপা

গ) চেগুনপা                     ঘ) পুইপা

উত্তরঃ পুইপা
৯) মুসলমান নারী জাগরনের কবি কে ?

ক) ফজিলাতুন্নাছা                     খ) বেগম রোকেয়া

গ )ফয়জুন্নেছা                           ঘ) সামসুন্নাহার

উত্তরঃ বেগম রোকেয়া

১০) বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ?

ক) ছল্লিশ                     খ) ষাট

গ) সত্তর                       ঘ) আশি

উত্তরঃ আশি

No comments:

Post a Comment

Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...