১) কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
ক) কুমিল্লা খ) গাজীপুর
গ) কুষ্টিয়া ঘ) সিলেট
উত্তরঃ কুষ্টিয়া।
২) স্পারসো কি ?
ক) মহাকাশ গবেষনাকারী বেসরকারী সংস্থা খ) ভূ-উপগ্রহ
গ) মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা ঘ) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
উত্তরঃ মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা।
৩) বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
ক) সাওতাল খ) মাওরি
গ) মুরং ঘ) গারো
উত্তরঃ মাওরি।
৪) বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারী অনুষ্ঠিত হয়-
ক) ১৯৮১ খ)১৯৮২
গ)১৯৮৫ ঘ) ১৯৭০
উত্তরঃ ১৯৮১।
৫) নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?
ক) জাওহরলাল নেহেরু খ) মওলানা আবুল কালাম আজাদ
গ) মহাত্মা গান্ধ ঘ) কোনটিই নয়
উত্তরঃ মহাত্মা গান্ধ।
৬) সাবস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায়া অবস্থিত ?
ক) টিএসসি মোড়ে খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) রেসকোর্স ময়দানে ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৭) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি ?
ক) বীর খ) গৌরব
গ) উনসত্তর ঘ) একত্তর
উত্তরঃ বীর।
৮) বাংলাদেশ বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ কোনটি ?
ক) মঙ্গোলয়েড খ) সেমাটিড
গ) অস্ট্রালয়েড ঘ) ককেশীয়
উত্তরঃ মঙ্গোলয়েড ।
৯) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল কত ?
ক) ১৭৫৭-১৯৪৮ খ) ১৮৭৫-১৯৪৭
গ) ১৭৫৭-১৮৫৭ ঘ) ১৬৬৫-১৮৮৫
উত্তরঃ ১৭৫৭-১৮৫৭ ।
১০) প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম কি ?
ক) মালদ্বীপ খ) সন্দ্বীপ
গ) বরিশাল ঘ) হাতিয়া
উত্তরঃ বরিশাল ।
No comments:
Post a Comment