সাকিব আল হাসান
Shakib Al Hasan
জন্ম তারিখ : ২৪ মার্চ, ১৯৮৭ (বয়স ৩১ বছর)জন্মস্থান : মাগুরা জেলা, বাংলাদেশ
উচ্চতা : ১.৭৫ মি.
শিক্ষা : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
স্ত্রী : উম্মে আহমেদ শিশির
সন্তান : আলায়না হাসান অব্রি
অভিষেক : ২০০৬ সালের ৬ আগস্ট
ব্যাটিংয়ের ধরন : বাঁ হাতি মিডল অর্ডার
বর্তমান টিম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অল-রাউন্ডার)
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ এলাকা মাগুরাতে ‘ফয়সাল’ নামেই বেশি পরিচিত। লর্ডস, মেলবোর্ন, ইডেন গার্ডেন, মিরপুর মাঠ দাপিয়ে বেড়ানো সাকিবের শুরুটা হয়েছিল মাগুরার আলোকদিয়ার মাঠে। এক সময় মাগুরার ‘ফয়সাল’ হয়ে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার ‘সাকিব আল হাসান’।সাকিবের জন্ম ২৪ মার্চ, ১৯৮৭। সারা দেশের কাছে তার পরিচয় সাকিব আল হাসান নামে হলেও জন্মস্থল মাগুরায় তার পরিচিতি ফয়সাল নামে।
৬ আগস্ট ২০০৬, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ৫ম ওয়ানডে ম্যাচ। অভিষেক হলো এক তরুণ খেলোয়াড়ের, নাম সাকিব আল হাসান। বল হাতে ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে এলটন চিগাম্বুরার উইকেট এবং ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৩০ রানের একটি ইনিংস। এভাবেই শুরু হয়েছিল সাকিবের আন্তির্জাতিক ক্যারিয়ার।
- ৫ অধিনায়কের দায়িত্বে (২০০৯-২০১০)
- ৫.১ ওয়েস্ট ইন্ডিজ
- ৫.২ জিম্বাবুয়ে
- ৫.৩ ইংল্যান্ড সফর ও এশিয়া কাপ
- ৫.৪ নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে
ক্রিকেট বিশ্বকাপ, ২০১৫
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ১৮ ফেব্রুয়ারি ম্যানুকা ওভালে অনুষ্ঠিত গ্রুপ-পর্বের প্রথম খেলায় আফগানিস্তানের বিপক্ষে চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন সাকিব। মুশফিককে সাথে নিয়ে ১০০ রানের একটি জুটি গড়ে তোলেন যা বাংলাদেশের জয়ে ভুমিকা রাখে। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একদিনের আন্তর্জাতিকে ৪,০০০ রান সংগ্রহ করেন। অর্ধ-শতকের পাশাপাশি ২ উইকেট লাভ করে বাংলাদেশ দলকে ১০৫ রানে জয়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার
২০১৪ সালের জুলাইয়ে তাকে জাতীয় দল থেকে ৬ মাসের জন্য ও বাংলাদেশের বাইরের ক্লাব ক্রিকেটের জন্য ২০১৫ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে। জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহার সাথে দুর্ব্যবহার, মাঠে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হয়েছে বলে বোর্ড সভাপতি নাজমুল হাসান দাবি করেন। যদিও এই শাস্তি দেয়ার জন্য বোর্ডকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। বাংলাদেশের বিভিন্ন তারকা ও সামাজিক যোগাযোগের মাধ্যম এই অভিযোগের প্রতিবাদ করেন অনেকে অভিযোগ করেন সাকিব ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে।নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সাকিব আল হাসান টপকে গেলেন বাংলাদেশের পক্ষে এতদিনের সর্বোচ্চ টেস্ট রানের মালিক তামিম ইকবালকে।
বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবের সংগ্রহ ২১৭ রান, নিজের করে নিলেন তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিকে।আর এই রেকর্ড গড়ার পথে তিনি অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে গড়েছেন আরও রেকর্ড। সেটি দেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
এই জুটির সংগ্রহ ছিল ৩৫৯ রান - আর পঞ্চম উইকেট জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন প্রতিপক্ষের এটি সর্বোচ্চ রান।