Monday, March 5, 2018

ব্রণ কি? কেন হয়? মুক্তির উপায়, চিকিৎসা। দূর করার কার্যকর পদ্ধতি এবং আরোগ্যকারী হোমিও চিকিত্সা

যৌবনের একটি অবাঞ্ছিত সমস্যার নাম হচ্ছে ব্রণ। অ্যাকনি ভালগারিস (কিংবা ব্রণ) মানব ত্বকের সাধারণ রোগবিশেষ, যেখানে লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল, পিম্পল দেখা যায়। ভীতি উদ্রেকের পাশাপাশি, এটির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আত্ম-বিশ্বাস কমে যাওয়া। অতিরিক্ত পর্যায়ে মানসিক অবসাদ এবং আত্মহত্যার মত অবস্থার উদ্ভব হতে পারে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রণের রোগীদের আত্মহত্যার পরিমাণ ৭.১%. (সূত্র-উইকিপিডিয়া )

ব্রণের বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ কমই আছেন। বিশেষ করে তরুণ- তরুণীরা ব্রণের উৎপাতে বেশি ভোগেন। এই ব্রণ মূলত টিনএজারদের সমস্যা। এ বয়সে যখন মুখের সৌন্দর্যের প্রতি সবাই আকর্ষণবোধ ও প্রয়োজনীয়তা অনুভব করে ঠিক সে বয়সেই মুখে এই বিশ্রী গোটাগুলো দেখা দেয়, যা তাদের অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।


কোন বয়সে বেশি হয় 

১৩ থেকে ১৮ বছর বয়সে এটি বেশি হয়। তবে ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এটি হতে দেখা যায়। টিনএজারদের মধ্যে শতকরা নব্বই ভাগের ক্ষেত্রেই কম অথবা বেশি পরিমাণে এটি হয়ে থাকে। ২০ বছর বয়সের পর থেকে এটি ধীরে ধীরে কমতে থাকে।

বিভিন্ন অবস্থায় ব্রণ

  • ট্রপিক্যাল একনি :– অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে।
  • প্রিমিন্সট্রুয়াল একনি :– কোনো কোনো মহিলার মাসিকের সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়।
  • একনি কসমেটিকা :– কোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে।
  • একনি ডিটারজিনেকস :– মুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও ( দৈনিক ১/২ বারের বেশি ) ব্রণের পরিমাণ বেড়ে যায়।
  • স্টেরয়েড একনি :– স্টেরয়েড ঔষধ সেবনে হঠাৎ করে ব্রণ দেখা দেয়। মুখে স্টেরয়েড, যেমন– বটানোবেট ডার্মোভেট জাতীয় । ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমান বেড়ে যায়।

ব্রণের প্রকারভেদ 

ব্রণের প্রকারভেদ অনেক। তবে সাধারণভাবে যে-প্রকারের ব্রণ হয়ে থাকে তারই বর্ণনা এখানে দেয়া হচ্ছে । এটি লোমের গোড়ায় হয়ে থাকে । ব্রণের মূলে যে জিনিস তার নাম কেমডো ( চাপ দিলে ভাতের দানার মতো বের হয় ), তবে কখনও কখনও শুধু শুধু দানা আকারে, পুঁজ সহকারে গহ্ববরযুক্ত দানা বা বড় গোটার আকারে দেখা দিতে পারে। আবার এক প্রকারের ব্রণ দেখা যায় যাতে চাপ দিলে শক্ত সাদা সুতার মত বেরোয় যাকে অনেকে শালও বলে থাকেন। 


শরীরের কোথায় হয়

সাধারণত মুখে যেমন গাল, নাক, থুতনি ও কপালে হতে দেখা যায়। তবে শরীরের উপরের অংশে ও হাতের ওপরের অংশেও হরহামেশাই হতে দেখা যায়।

ব্রণ হওয়ার কারণ 

বংশগত প্রভাব একটি অন্যতম গুরুত্বপুর্ণ কারণ। স্বাভাবিকভাবেই লোমের গোড়ায় একটি ব্যাকটেরিয়া থাকে, যার নাম প্রোপাওনি ব্যাকটেরিয়াম একনি। বয়ঃসন্ধিকালে এড্রোজেন হরমোনের প্রভাবে সেবাসিয়াস গ্রন্হি থেকে সেবামের নিঃসরণ বেড়ে যায়। এই সেবাম থেকে ফ্রি ফ্যাটি এসিড তৈরি করে লোমের গোড়ার উপস্হিত ব্যাকটেরিয়া। ফলে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এই ফ্যাটি এসিডের প্রভাবে। এর পাশাপাশি জমা হয় লোমের গোড়ায় কেরাটিন নামক পদার্থ। ফলে সেবাসিয়াস গ্রন্হিপথ বন্ধ হতে থাকে এই কেরাটিন, লিপিড আর মেলানিন পদার্থ দিয়ে, যা ব্লাক হেড বা ‘হোয়াইট হেড’ হিসেবে দেখা দিয়ে থাকে।
ব্রণের সঙ্গে খাওয়ার সম্পর্ক :- অনেকের ধারণা তৈলাক্ত খাবার খেলে বুঝি ব্রণ হয়। সত্যিকার অর্থে কথাটি সত্য নয়। কোন প্রকার খাদ্য দ্রব্যের সঙ্গে ব্রণের কোনো সম্পর্ক আছে বলে জানা যায় না।
ব্রণ ও ক্রিম :- যেসব ক্রিমে তৈলাক্ত উপাদান থাকে যাদের মুখে বেশি ব্রণ হয় তাদের সেসব ক্রিম ব্যবহার করা উচিত নয়। মনে রাখতে হবে ক্রিম যদি তৈলাক্ত হয় তবে তা ব্রণ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
রোগ নির্ণয় :- ব্রণের মাত্রা নিরূপণের কিছু পন্থা আছে,যা নিম্নোক্ত:
  • লিডস গ্রীডিং : সংক্রামতা এবং অসংক্রামতা নির্ধারণ করে(বিস্তার ০–১০)।
  • কুকস গ্রেডিং স্কেল: ছবি ব্যবহার করে মাত্রা নির্ধারণ করে(সবচেয়ে কম ০,সবচেয়ে বেশি ৮)।
  • পিলসবারি স্কেল: মাত্রা নির্ধারণ করে ১ (সবচেয়ে কম) - ৪ (সবচেয়ে বেশি)।

ব্রণ দূর করতে চারটি দারুণ ফেসপ্যাক

কমলার খোসা কমাবে ব্রণ :- কমলা লেবুর খোসা শুকিয়ে মিহি গুঁড়ো করে নিন। চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ব্রণের উপদ্রব কমবে, ব্রণের দাগও দূর হয়ে যাবে।
নিম ঠেকায় ব্রণ :- চার/পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এর মধ্যে গোলাপ জল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। মুখে ব্রণ থাকলে দ্রুত সেরে যাবে। ব্রণ অথাও কমাবে।লবঙ্গ দারুণ 
ফলদায়ক :- লবঙ্গ মূলত মসলা হিসেবে পরিচিত হলেও ব্রণ সারাতে তা খুবই কার্যকর। লবঙ্গের তেল দিয়ে ত্বক মাসাজ করা খুবই উপকারী। ত্বকে ব্রণের সংক্রমণ বেড়ে গেলে লবঙ্গ গুঁড়ো করে তাতে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণের জায়গাগুলোতে মিশ্রণের মোটা প্রলেপ দিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আলোভেরা মানিয়ে যায় সব ধরণের ত্বকে :- আলোভেরা রস নিন নিন এক কাপ। এর সাথে মেশাণ এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো। মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান। ২০-২৫ মিনিট মাসাজ করে গোসল করে ফেলুন।

আরোগ্যকারী হোমিও চিকিত্সা 

রোগীর ব্রণ আক্রান্তের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে হয়। উপরে বর্ণিত ফেসপ্যাক অনেকের কাছেই সময় অপচয় বা বিরক্তিকর মনে হতে পারে। তাছাড়া অনেকের ক্ষেত্রে এগুলি ভালো ফলদায়ক নাও হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় নিশ্চিত আরোগ্যকারী হোমিও চিকিত্সা গ্রহণ করা। ব্রণ সমস্যায় ভুগলে ভালো একজন হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করে চিকিত্সা নিন। 

Thursday, February 8, 2018

Warner tons up after life

 David Andrew Warner (born 27 October 1986) is an Australian cricketer and the current vice-captain of the Australian cricket team

David Warner has posted his 21st Test century, but not before an extraordinary turn of events that had him walking towards the pavilion on 99.
Having laboured though the nineties, Warner appeared to have earned himself an infamous dismissal on 99 when he shelved a pull shot to mid-on to seemingly give England debutant Tom Curran his first Test wicket.
But with the opener halfway off the ground and the England players and fans jubilantly celebrating Curran's memorable breakthrough, replays on the big screen showed that the right-armer had marginally over-stepped the front line.


The cheers of the touring fans turned to silence as the home supporters roared their approval when Umpire Kumar Dharmasena held out his right arm to confirm the no-ball and Warner's reprieve.
And the opener took full advantage of his unexpected Christmas gift, nudging the next ball onto the leg-side for a single to belatedly bring up three figures.
He celebrated with typical gusto, removing his helmet and leaping in the air to accept the loud roar of the home crowd.


With emotions running high, Warner then had some choice words for Curran at the end of the over before England wicketkeeper Jonny Bairstow and paceman Jimmy Anderson walked in to stand up for their debutant.
Incredibly, it's the second time in 12 months that Warner has been dismissed on a no-ball on his way to a century at the MCG.
In the Boxing Day Test against Pakistan last year, Warner was bowled by Wahab Riaz when on 81 before replays showed the left-armer had over-stepped. Warner went on to score 144.


The incident was similar to the Adelaide Ashes Test four years ago when Ben Stokes had his maiden Test wicket, that of Brad Haddin, taken away from him when replays showed he had overstepped.
Curran is the third England bowler since 2013 to be denied his maiden Test wicket by a no-ball, joining Stokes and Mark Wood (against New Zealand in 2015). Warner also avoided the infamy of being dismissed on 99 in a Test. The last Australian to suffer that was Shaun Marsh at this venue three years ago, while Steve Smith was dismissed for 199 in Jamaica in 2015.

2017-18 International Fixtures
Magellan Ashes Series
Australia Test squad: Steve Smith (c), David Warner (vc), Cameron Bancroft, Usman Khawaja, Peter Handscomb, Shaun Marsh, Mitchell Marsh, Tim Paine (wk), Mitchell Starc, Pat Cummins, Nathan Lyon, Josh Hazlewood, Jackson Bird.
England Test squad: Joe Root (c), James Anderson (vc), Moeen Ali, Jonny Bairstow, Jake Ball, Gary Ballance, Stuart Broad, Alastair Cook, Mason Crane, Tom Curran, Ben Foakes, Dawid Malan, Craig Overton, Ben Stokes, Mark Stoneman, James Vince, Chris Woakes.


Monday, February 5, 2018

Chris Gayle

Full name Christopher Henry Gayle
Born September 21, 1979, Kingston, Jamaica
Current age 38 years 137 days

Major teams West Indies, Barisal Burners, Dhaka Gladiators, ICC World XI, Jamaica, Jamaica Tallawahs, Karachi Kings, Kolkata Knight Riders, Lahore Qalandars, Matabeleland Tuskers, Melbourne Renegades, Royal Challengers Bangalore, Somerset, St Kitts and Nevis Patriots, Stanford Superstars, Sydney Thunder, Western Australia, Worcestershire
Playing role Allrounder
Batting style Left-hand bat
Bowling style Right-arm offbreak

Competition Test ODI T20 FC
Matches 103 275 309 180
Runs scored 7,214 9,420 10,571 13,226
Batting average 42.18 37.23 40.50 44.83
100s/50s 15/37 22/48 20/65 32/64
Top score 333 215 175* 400
Balls bowled 7,109 7,222 1,867 12,511
Wickets 73 163 78 132
Bowling average 42.73 35.20 30.15 38.91
5 wickets in innings 2 1 0 2
10 wickets in match 0 0 0 0
Best bowling 5/34 5/46 4/22 5/34
Catches/stumpings 96/– 115/– 76/– 158/–


Saturday, February 3, 2018

HP Brand Laptop

 HP 14-bw066AU AMD Quad Core 14" Laptop
  • HP
  • HP 14-bw066AU
 BUY NOW
 22,200
Processor   AMD Dual-Core E2-9000e (1.5 GHz base frequency, up to 2 GHz burst frequency, 1 MB cache)

Memory     4 GB DDR4-1866 SDRAM (1 x 4 GB)
Storage       500 GB 5400 rpm SATA
Graphics      AMD Radeon™ R2 Graphics

Display        14" diagonal HD SVA BrightView WLED-backlit (1366 x 768)

Audio           Dual speakers

Web Camera     HP TrueVision HD Camera with integrated digital microphone

Optical Drive      SuperMulti DVD burner

NetworkingWireless 
 connectivity Intel® 802.11a/b/g/n/ac (1x1) Wi-Fi® and Bluetooth® 4.2         Combo Network interface Integrated 10/100/1000 GbE LAN 1 USB 2.0; 1                                    HDMI; 1 VGA; 1 RJ-45; 1 headphone/microphone combo; 2 USB 3.1 Gen 1 (Data transfer only)

Battery           4-cell,   41 Wh Li-ion

Operating system     Free DOS

Manufacturer Warranty     01 Year international Warranty

HP 14-bw066AU AMD Quad Core 14" Laptop
  • AMD Dual-Core E2-9000e (1.5 GHz base frequency, up to 2 GHz burst frequency, 1 MB cache)
  • 4 GB DDR4-1866 SDRAM (1 x 4 GB)
  • 500 GB 5400 rpm SATA

  • 14" diagonal HD SVA BrightView WLED-backlit (1366 x 768)
  • AMD Radeon™ R2 Graphics
  • Optical drive DVD-Writer
  • Keyboard Full-size island-style keyboard with numeric keypad
  • Pointing device Touchpad with multi-touch gesture support
  • Wireless connectivity Intel® 802.11a/b/g/n/ac (1x1) Wi-Fi® and Bluetooth® 4.2 Combo
  • Network interface Integrated 10/100/1000 GbE LAN
  • Expansion slots 1 multi-format SD media card reader
  • External ports 1 USB 2.0; 1 HDMI; 1 RJ-45; 1 headphone/microphone combo; 2 USB 3.1 Gen 1 (Data transfer only)
  • Minimum dimensions (W x D x H) 38 x 25.38 x 2.38 cm
  • Weight 2.1 kg
  • Power supply type 45 W AC power adapter
  • Battery type 4-cell, 41 Wh Li-ion
  • Webcam HP TrueVision HD Camera with integrated digital microphone
  • Audio features Dual speakers
  • Operating System Free dos

Samsung Galaxy J7 Prime Mobile Price In Bangladesh

Samsung Galaxy J7

Samsung Galaxy J7 Prime smartphone features, reviews and price in Bangladesh. Samsung Galaxy J7 Prime is a 3GB RAM based mobile with 5.5" full HD display, 13MP & 8MP camera and 3300 mAh battery capacity.
General Info:
Network Technology: GSM / HSPA / LTE
OS: Android v6.0.1 (Marshmallow)
Chipset: Exynos 7870 Octa
CPU: Octa-core 1.6 GHz Cortex-A53 processor
GPU: Mali-T830MP2
Sensors Info:
Accelerometer, fingerprint, proximity
Body Info:
Dimensions: 151.7 x 75 x 8.0mm
Weight: 167 grams
SIM: Dual SIM (Nano-SIM, dual stand-by)
Color Info:

Black, Gold
Display Info:
Display Type: IPS LCD capacitive touchscreen, 16M colors support
Display Size: 5.5 inches
Display Resolution: 1080x1920 pixels
PPI: ~401 ppi pixel density
Multitouch: Yes
Protection: Corning Gorilla Glass
Memory Info:
RAM: 3GB
ROM: 16GB
External card slot: microSD, up to 256 GB
Camera Info:
Primary camera: 13 MP with f/1.9, 28mm, autofocus and LED flash
Camera features: Geo-tagging, touch focus, HDR, face detection, panorama
Secondary camera: 8 MP
Data/Communication Info:
Bluetooth v4.1, A2DP
WLAN: Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi Direct, Wi-Fi hotspot
GPS Yes
USB: microUSB v2.0, USB OTG
Battery Info:
Battery capacity: Non-removable Li-Ion 3300 mAh battery
Multimedia Info:
Audio/video players
Loudspeaker: Yes
3.5mm jack: Yes
More features:

Messaging: SMS, MMS, Email, Push Mail, IM
Browser: HTML5
Java: No
ANT+ support
Document viewer, photo/video editor
Price BD Tk. : 23900/-

Thursday, February 1, 2018

Samsung Galaxy S8

Price in Bangladesh: 25,900 Tk.

shopping now
Network Scope                              





2G, 3G, 4G
Battery Type & PerformanceLithium-ion 3000 mAh (non-removable)
Talk-time: -
Body & Weight148.9 x 68.1 x 8 millimeter, 155 grams
Camera Factors (Back)f/1.7, 26mm, phase detection autofocus, OIS, LED flash, auto face & smile recognition, auto HDR
1/2.5" sensor size, 1.4 µm pixel size, simultaneous 4K video and 9MP image recording, panorama
Camera Resolution (Back)12 Megapixel
Camera Resolution (Front)8 Megapixel (f/1.7, autofocus, 1440p@30fps, dual video call, Auto HDR)
ChipsetExynos 8895 Octa
Colors AvailableMidnight Black, Orchid Gray, Arctic Silver, Coral Blue, Maple Gold
Display Size & Resolution5.8 inches, qHD 1440 x 2960 pixels (570 ppi)
Display TypeSuper AMOLED Touchscreen, Corning Gorilla Glass 5 protection
Graphics Processing Unit (GPU)Mali-G71 MP20
Memory Card SlotmicroSD, up to 256 GB (uses SIM 2 slot)
Operating SystemAndroid Nougat v7.0
ProcessorOcta-core (4 x 2.3 GHz & 4 x 1.7 GHz)
RAM4 GB
ROM64 GB
Release DateApril 2017
SensorsIris scanner, fingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, heart rate, SpO2
SIM Card TypeDual SIM (Nano-SIM, dual stand-by)
USBMicroUSB v3.1, Type-C 1.0 reversible connector
Video RecordingUltra HD 4K (2160p) HDR, dual-video recording
Wireless LANYes, dual-band, Wi-Fi Direct, Wi-Fi hotspot
Special Features- IP68 certified - dust proof and water resistant over 1.5 meter and 30 minutes
- Samsung Pay (Visa, MasterCard certified)
- Fingerprint & Iris Scanner sensor
- Samsung DeX (desktop experience support)
- 3D Touch
- Fast battery charging, Corning Gorilla Glass 5 back panel, Touchwiz UI, S-Voice, always on display
Other Features- Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Multitouch, HTML5, NFC, Infrared

Samsung Galaxy S8 is the flagship phone of Samsung for 2017. The best thing about Galaxy S series phones are it usually introduces new innovative features every year. Last year Galaxy S7 and S7 edge came with Gear VR option. Which is a completely new dimension to smartphone experience. Galaxy S8 will also support Gear VR but it is introducing some new features and exclusive new design as well.
Speaking of design, 2 years ago in 2015, Samsung introduced the stylish curved edge design with Samsung Galaxy S6 edge. Now, they have decided to completely take away the edges. Both on the left and right side, it is only glass and no metal frame at all. The 5.8 inch display looks even bigger because of this change and the screen to body ratio has been increased to 83.6% which is basically allowing to carry a bigger screen phone in your pocket.
Now, lets come to the new features. Samsung Galaxy S8 is coming with Iris scanner for the first time in a smartphone. This sensor is capable of scanning and recognising eyes to unlock the phone. The second new feature is "Samsung DeX". This software will allow you to connect your phone to any regular monitor and turn it to an android desktop computer. So, with this possibility, you can play temple run in your phone and see it in a much bigger screen at the same time (for example). Or watch a movie in YouTube with large viewing experience without any desktop or laptop computer at home but just via a monitor which costs much less. But you can't play or install windows games or software in your phone this way as the OS will stay android. These were the two main innovative features for this year.
Among other features there are the new Gorilla Glass 5 protection in front and back, iPhone-like 3D touch, 12 + 8 MP super high quality camera with tons of features, Ultra HD video recording, 64 GB ROM, 4 GB RAM and so on.
shopping now

Thursday, January 25, 2018

বকফুল

বকফুল এর পরিচয়-

এই ফুলের বাংলা নাম- বক বা বকফুল (Sesbania grandiflora)- অন্যান্য নামের মধ্যে Agati,Agasti, Drigapalaka, Gaach-munga উল্লেখযোগ্য। এটি Fabaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ।
অন্যান্য প্রজাতির মধ্যে আছে - Sesban coccinea, Agati grandiflora, Coronilla grandiflora। বকফুলের আদি আবাস মালয়েশিয়া। ক্ষুদ্র আকৃতির পত্রমোচী গাছ। কাণ্ড সরল, উন্নত, ম্লান-বাদামি ও মসৃণ। যৌগিক পত্রটি পালকের মতো এবং আকর্ষণীয়, পত্রিকা আয়তাকৃতি ও গাঢ়-সবুজ। কোমল কলিগুলো বাঁকানো। প্রায় সারা বছরই ফুল ফোটে। ফল লম্বা, প্রায় গোল,বীজ থেকে সহজেই চারা হয়। বৃদ্ধি দ্রুত, এক বছরেই গাছ ফুল ও ফলবতী হয়।

বকফুল-

বকফুল মাঝারি ঝাড় জাতীয় বৃক্ষ। ফুলের আকার-আকৃতি গাছের ডালে বকের ঠোঁটের মতো বোঁটায় ঝুলে থাকতে দেখায় বলে এরকম নামকরণ। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বকফুল জন্মে থাকে। নানা রঙের থাকলেও সাদা, লাল, গোলাপি; এই ৩ রঙের বকফুলই দেখতে পাওয়া যায়। তবে বাংলাদেশে সাদা ও লাল রঙের বকফুল বেশি পাওয়া যায়।

বকফুল সবজি হিসেবে মুখরোচক, সুস্বাদু ও পুষ্টিকর। বকফুল বড়া, ভাজি, সবজি করে খাওয়া যায়। এটি দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাঁত ও হাড় মজবুত করে, ডায়াবেটিস ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া খাদ্যনালির ক্যান্সার প্রতিরোধ করে ও আয়োডিনের ঘাটতি পূরণেও সহায়ক।

গুনাগুণ
বকফুলের বড়া বাংলার মানুষের কাছে একটি পছন্দের খাবার।এর ঔষুধি গুণ আছে প্রচুর । জ্বর, ফোলা ও ব্যাথাবেদনা সারাতে, বাতের ব্যথায় শিকড় চূর্ণ জলের সাথে গুলে ব্যাথা জায়গায় ঘষলে আরাম পাওয়া যায়। চুলকানি-পাঁচড়া সারাতে কম্বোডিয়ায় বাকল চূর্ণ লাগানো হয়। কৃমি ও জ্বর সারাতে পাতার রস খাওয়ানো হয়। গ্যাস্ট্রিক আলসার ও বুক জ্বালা নিরাময়, রাতকানা রোগের ঔষুধ হিসাবে গাছের পাতার রস ব্যবহার করা হয়, করেকোষ্ঠকাঠিন্য দূর করতে, চোখের স্নায়ু জোরদার করেবার্ধক্য ও হাড় দুর্বলতা প্রতিরোধ করতে বকফুল পাতার রস উপকারী।

Variations on The Word Love

  Variations on The Word Love    By Margaret Atwood           'This is a word we use to plug      holes with. It's the right size fo...