পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সাতটি
পদে মোট নয়জনকে এই নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া
হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি
বিস্তারিত দেওয়া হল।
আবেদনের সময়সীমা: ১৯ জুলাই ২০১৮ এর মধ্যে আবেদন পৌছাতে হবে।
আবেদন প্রক্রিয়া: জনপ্রশাসন মন্ত্রণালয় (www.mopa.gov.bd) কর্তৃক প্রণীত
ফরমে A4 সাইজ কাগজে পূরণপুর্বক স্বাক্ষরসহ প্রকল্প পরিচালক, ‘কার্যক্রম
বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট
ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালিকরণ (এসডিবিএম) প্রকল্প, ব্লক-২, কক্ষ নং -১৩, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে আবেদন করতে হবে।
Life Story is the only online free written in Bengali & English language. It is also one of the largest Bengali & English content related sites on the internet. In this lesson students will learn: Life is a component of a biography, a biography is about birth, education, work, life success, relationships, death, etc. and who discusses the history of life. Family information, life achievements, big events or events in life, and the historical significance of the individual.
Wednesday, July 11, 2018
Sunday, July 1, 2018
itel S11 Phone
Price in Bangladesh: 6,190 Tk.

**Battery Type & Performance 2400 mAh
Standby time: -
Talk-time: -
**Camera Resolution (Back) 5 Megapixel
**Camera Resolution (Front) 2 Megapixel (Front flash, f/2.2)
**Camera Factors (Back) Autofocus, dual-LED Flash, f/2.0
**Colors Available Rose Gold, Champagne Gold, Space Gray
**Chipset MediaTek MT6580M
**Graphic Processing Unit (GPU) Mali 400
**Display Size & Resolution 5.0 inches, FWVGA 854 x 480 pixels
**Display Type IPS Touchscreen

**Operating System Android Marshmallow v6.0
**Processor Quad-Core, 1.3 GHz
**RAM 2 GB
**ROM 8 GB
**SIM Card Type Dual SIM
**USB MicroUSB v2.0
**Video Recording Yes
**Wireless LAN Yes
**Other Features - Bluetooth, GPS, A-GPS, MP3, MP4, Radio, GPRS, Edge, Multitouch, Loudspeaker
itel S11

Thursday, June 28, 2018
Virat Kohli Cricket Record বিরাট কোহলি ক্রিকেট রেকর্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম: বিরাট কোহলি Full Name: Virat Kohliজন্ম: ৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ২৯) Date: 5 November 1988 (age 29)
ডাকনাম: চিকু Nickname: Chiku
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) Height: 5 ft 9 in (1.75 m)
দিল্লি, ভারত Delhi, India
ব্যাটিংয়ের ধরন: ডানহাতি Batting style: Right handed
বোলিংয়ের ধরন: ডানহাতি মিডিয়াম পেস Bowling Style: Right-arm medium pace
ভূমিকা: ব্যাটসম্যান Introduction: Batman
ব্যক্তিগত জীবন

কোহলি স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি ক্রিকেটে কুসংস্কার হিসেবে হাতে একটি কালো রিস্টব্যান্ড পড়তেন। এর পূর্বে তিনি যে গ্লোভস পড়ে রান পেয়েছিলেন সেই গ্লোভস জোড়া পড়ে মাঠে নামতেন। ধর্মীয় কুসংস্কার ছাড়াও ২০১২ সাল থেকে তিনি তার ডান হাতে একটি কারা পড়তেন।
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসিম্যাচ সংখ্যা ৫৩ ১৯৯ ৪৭ ৭৩
রানের সংখ্যা ৪২০৯ ৮৭৬৭ ১,৭০৮ ৫,২৪৩
ব্যাটিং গড় ৫০.১১ ৫৫.১৪ ৫৫.১ ৪৮.১০
১০০/৫০ ১৭/১৫ ৩০/৪২ ০/১৭ ১৮/২০
সর্বোচ্চ রান ২৩৫ ১৮৩ ৯০* ১৯৭
বল করেছে ১৫০ ৬১১ ১৪৬ ৬১৮
উইকেট ০ ৪ ৪ ৩
বোলিং গড় - ১৫৯.০০ ৪৯.৫০ ১০৮.০০
ইনিংসে ৫ উইকেট ০ ০ ০ ০
ম্যাচে ১০ উইকেট ০ - ০ ০
সেরা বোলিং - - ১/১৫ ১/১৩ ১/১৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৬/– ৮৩/– ২১/– ৬৭/–
ক্রিকেটের সব রেকর্ড ভেঙ্গে শীর্ষে বিরাট কোহলি

একইদিনে সেঞ্চুরিয়ানে টেস্ট কেরিয়ার ২১তম শতরান অর্জন করলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সচিনের পর বিরাটই দ্বিতীয় ভারত অধিনায়ক যার ঝুলিতে রয়েছে ম্যান্ডেলার দেশে করা শতরানের গৌরব।একই সঙ্গে এদিন বিরাট কোহলি ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা রেকর্ডও। এতদিন পর্যন্ত বিশ্বের দ্রুততম ৫৩ শতকের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। ৩৮০ ইনিংস খেলে আমলা পৌঁছেছিলেন এই উচ্চতায়। আর বিরাট সেই উচ্চতায় পৌঁছলেন ২৬ কদম আগেই।
৬৫ ম্যাচ- ১০৯ ইনিংস- ২১টি শতরান ও ১৫ অর্ধশতরান
২০২ ম্যাচ- ১৯৪ ইনিংস- ৩৩টি শতরান ও ৪৫টি অর্ধশতরান
টি-টোয়েন্টিতে বিরাটের রেকর্ড-(১৯৫৬)
৫৫ ম্যাচ- ৫১ ইনিংস- ১৮টি অর্ধশতরান
টি-টোয়েন্টিতে বিরাটের রেকর্ড-(১৯৫৬)
৫৫ ম্যাচ- ৫১ ইনিংস- ১৮টি অর্ধশতরান
বিরাট কোহলির অনেক রেকর্ডের মধ্যে ১০টি বিরল রেকর্ড

১.শচীন টেন্ডুলকারের পর এখন একমাত্র বিরাট কোহলিরই ওয়ানডেতে ৩৪টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে।
২. এক বছরের মধ্যে অধিনায়ক কোহলির অধীনে রয়েছে ছয়টি শতরান, যা আর কোনও ক্রিকেট অধিনায়কের নেই।
৩. বিশ্বে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ডও বিরাটের দখলে। ১৯৪ ইনিংসে তিনি ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন। এর আগে ২০৫ ইনিংসে নয় হাজার রান করার রেকর্ড ছিল এবিডি'র।
৪. একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোহলিই পরপর দু'বছরের মধ্যেই তিনটি দ্বিশতরান করেছেন।
৫. মাত্র ২৭ ইনিংসেই টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের মালিক বিরাট।
৬. অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৩টি শতরান করেছেন বিরাট কোহলি। এর আগে এই ক্লাবের শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
৭. দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ৬ বার ৩০০ এর অধিক রানের রেকর্ড করেছেন বিরাট কোহলি, যা আর অন্য ক্রিকেটার পারেননি।
৮. অধিনায়ক হিসেবে এক বছরে সব থেকে বেশি রান করার রেকর্ড অর্জন করেছেন কোহলি। ২০১৭ সালে কোহলির মোট রান ১৪৬০। এর আগে এই রেকর্ড ছিলো সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।
৯. টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার পাঁচটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলিই এখন পৃথিবীর একমাত্র ক্রিকেট অধিনায়ক যিনি টেস্টে ছয়টি ডাবল সেঞ্চুরি করেছেন।
১০. ২০১৬ ক্রিকেটবর্ষে তিন ফরম্যাটে ৫০ এর উপর রানের গড় ছিলো বিরাট কোহলির, যা আর কোনো ক্রিকেটারের নেই।
Wednesday, June 27, 2018
সাকিব আল হাসান Shakib Al Hasan
সাকিব আল হাসান
Shakib Al Hasan
জন্ম তারিখ : ২৪ মার্চ, ১৯৮৭ (বয়স ৩১ বছর)জন্মস্থান : মাগুরা জেলা, বাংলাদেশ
উচ্চতা : ১.৭৫ মি.
শিক্ষা : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
স্ত্রী : উম্মে আহমেদ শিশির
সন্তান : আলায়না হাসান অব্রি
অভিষেক : ২০০৬ সালের ৬ আগস্ট
ব্যাটিংয়ের ধরন : বাঁ হাতি মিডল অর্ডার
বর্তমান টিম : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অল-রাউন্ডার)
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজ এলাকা মাগুরাতে ‘ফয়সাল’ নামেই বেশি পরিচিত। লর্ডস, মেলবোর্ন, ইডেন গার্ডেন, মিরপুর মাঠ দাপিয়ে বেড়ানো সাকিবের শুরুটা হয়েছিল মাগুরার আলোকদিয়ার মাঠে। এক সময় মাগুরার ‘ফয়সাল’ হয়ে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার ‘সাকিব আল হাসান’।সাকিবের জন্ম ২৪ মার্চ, ১৯৮৭। সারা দেশের কাছে তার পরিচয় সাকিব আল হাসান নামে হলেও জন্মস্থল মাগুরায় তার পরিচিতি ফয়সাল নামে।
৬ আগস্ট ২০০৬, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ৫ম ওয়ানডে ম্যাচ। অভিষেক হলো এক তরুণ খেলোয়াড়ের, নাম সাকিব আল হাসান। বল হাতে ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে এলটন চিগাম্বুরার উইকেট এবং ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৩০ রানের একটি ইনিংস। এভাবেই শুরু হয়েছিল সাকিবের আন্তির্জাতিক ক্যারিয়ার।
- ৫ অধিনায়কের দায়িত্বে (২০০৯-২০১০)
- ৫.১ ওয়েস্ট ইন্ডিজ
- ৫.২ জিম্বাবুয়ে
- ৫.৩ ইংল্যান্ড সফর ও এশিয়া কাপ
- ৫.৪ নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে
ক্রিকেট বিশ্বকাপ, ২০১৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার
২০১৪ সালের জুলাইয়ে তাকে জাতীয় দল থেকে ৬ মাসের জন্য ও বাংলাদেশের বাইরের ক্লাব ক্রিকেটের জন্য ২০১৫ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে। জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহার সাথে দুর্ব্যবহার, মাঠে অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হয়েছে বলে বোর্ড সভাপতি নাজমুল হাসান দাবি করেন। যদিও এই শাস্তি দেয়ার জন্য বোর্ডকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়। বাংলাদেশের বিভিন্ন তারকা ও সামাজিক যোগাযোগের মাধ্যম এই অভিযোগের প্রতিবাদ করেন অনেকে অভিযোগ করেন সাকিব ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে।নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সাকিব আল হাসান টপকে গেলেন বাংলাদেশের পক্ষে এতদিনের সর্বোচ্চ টেস্ট রানের মালিক তামিম ইকবালকে।

আর এই রেকর্ড গড়ার পথে তিনি অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে গড়েছেন আরও রেকর্ড। সেটি দেশের পক্ষে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
এই জুটির সংগ্রহ ছিল ৩৫৯ রান - আর পঞ্চম উইকেট জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন প্রতিপক্ষের এটি সর্বোচ্চ রান।
Thursday, May 24, 2018
M S Dhonir জীবন কাহিনী
M S Dhonir জীবন কাহিন
জন্ম ও পরিবার

ধোনির ক্রিকেটার হয়ে ওঠা
স্কুলেই ধোনির ক্রিকেটে হাতেখড়ি হয়। রাঁচির স্টিল কোম্পানির স্কুলে পড়াশোনা করতেন ধোনি। প্রথমদিকে ফুটবলের প্রতি টান ছিল ধোনির। ইচ্ছা ছিল ভালো গোলকিপার হওয়ার। একসময় ব্যাডমিন্টন, হকি ও টেবিল টেনিসের প্রতি নেশা চেঁপে বসে। ধোনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে একজন বাঙালি শিক্ষক ছিলেন। তিনি স্কুলের একটি ক্রিকেট টিম তৈরি করেন। কিন্তু তার দলের কোনো উইকেটকিপার ছিল না। তাই তিনি ধোনিকে উইকেট কিপার হিসেবে খেলার কথা বলেন। ধোনি তার কথায় রাজি হয়ে উইকেট কিপার হিসেবে যোগ দেন সেই ক্রিকেট টিমে। উইকেট কিপার হিসেবে যোগ দিলেও অল্প কয়েকদিনের মধ্যেই ভালো ব্যটসম্যান হিসেবে নিজেকে গড়ে তোলেন ধোনি। এভাবেই স্কুল জীবনে ক্রিকেট খেলায় হাতেখড়ি হয় মহেন্দ্র সিং ধোনির।ধোনির বয়স যখন ১৫ বছর তখন সুযোগ পান বিহার দলে। বয়সের কোঠা ১৯ এর ঘরে পৌঁছলে অভিষেক ঘটে ‘রনজি ট্রফিতে’। এরপর সুযোগ হয় ‘পূর্বাঞ্চল’ টিমে। ক্রিকেটের সফলতার পাশাপাশি পড়াশোনায়ও ভালো ছিলেন ধোনি। শিক্ষাজীবনে কখনো খারাপ ফলাফল করেননি। তবে উচ্চ মাধ্যমিক পাস করার পর গসনা কলেজে ভর্তি হলেও পরীক্ষা দেওয়া হয় নি। তবে ধোনি বিভিন্ন দেশের সাম্মানিক ডি-লিট পেয়ে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন।
আগেই বলেছি ধোনি একসময় রেলের টিকেট চেকারের কাজ করতেন। রেল বিভাগের হয়ে ক্রিকেট খেলতে গিয়েই লম্বা চুলের এই তরুন নজরে পড়ে যান সবার। অবশ্য ম্যাচ খেলতে গিয়ে চাকুরি হারিয়েছিলেন তিনি। সেটাই যেন জীবন বদলে দিল ধোনির। বিহারের অনুর্ধ-১৯ দলে ধোনি খেলেছেন সেই ১৯৯৮-৯৯ সালে। এরপর বিহার জাতীয় দল হয়ে খেলতে খেলতেই ডাক মেলে ভারতীয় এ দলে।
ভারতীয় দলের হয়ে ধোনির শুরু

অধিনায়ক হিসেবে ধোনির সাফল্য

ধোনির জীবনী নিয়ে তৈরি করা হবে চলচ্চিত্র
মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন পরিচালক নীরাজ পান্ডে। এতে সুশান্ত সিং রাজপুত ধোনির চরিত্রে অভিনয় করবেন। ছবিতে একটি ছোট শহর থেকে ধোনির আন্তর্জাতিক তারকায় পরিণত হওয়ার সব কিছুই তুলে ধরা হবে। তবে ধোনির চরিত্রে সুশান্তকে চূড়ান্ত করা হলেও তার স্ত্রী সাক্ষি চরিত্রে এখনো কাউকে নেয়া হয়নি। শোনা যাচ্ছে, এ চরিত্রে দীপিকা অথবা শ্রদ্ধা কাপুরকে দেখা যেতে পারে। সব কিছু ঠিক থাকলে অচিরেই শিরোনামহীন এ ছবির শুটিং শুরু হবে। মার্চ, ২০১৪ তারিখে এই ঘোষণা দেওয়া হয়।এশিয়ায় অ্যাওয়ার্ড জয়
ক্রীড়া-ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য এশিয়ান অ্যাওয়ার্ড ২০১৪ পেয়েছেন ভারতীয় অধিনায়ক ধোনি। এছাড়া মহেন্দ্র সিং ধোনিকে ২০০৯ সালে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে ভারত সরকার।ধোনির যা পছন্দ
ধোনির বড় শখ দেশি বিদেশী কুকুর পোষা। আর আছে ভিডিও গেম খেলার নেশা। কিশোর কুমারের হিন্দি গানের ভক্ত ধোনি সিনেমা দেখায় উৎসাহী নন। দুধ খেতে খুব ভালবাসেন ধোনি। আর ভালবাসেন আলু-ভুজিয়া। এমনিতে আগে মাছ-মাংস না খেলেও, এখন দেশে বিদেশে ঘুরতে গিয়ে দুনিয়ার কোন খাবারেই আর অরুচি নেই ধোনির। তবে কলকাতায় এলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত তার বেশ পছন্দের খাবার।বলিউড অভিনেতা জন আব্রাহামের ভক্ত বলেই এক সময় লম্বা চুল রেখে নজর কেড়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। হয়ে ওঠেন ফ্যাশন আইকন। বাইক ভালবাসেন তিনি। সময়-সুযোগ মিললেই মোটর সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। রাঁচিতে তার গ্যারেজে রয়েছে ৪টি গাড়ি। সঙ্গে ২৩টি হাইস্পিড মোটর সাইকেল।
সর্বকালের সেরা অধিনায়ক ধোনি

র্যাংকিংয়ে সেরা দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও হাতে তুললে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেনের জায়গায় সে বসে পড়বে অনায়াসেই। একমাত্র রিকি পন্টিং তার সঙ্গে তুলনীয়। পন্টিংয়ের সময়ে অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই এক নম্বরে থেকেছে। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য হয়নি পন্টিংয়ের। তাইতো ধোনি সর্বকালের সেরা একজন অধিনায়ক ।
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড
মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হেরেছেন।
মহেন্দ্র সিং ধোনি (১১)

মুহাম্মদ আজহারউদ্দিন (১০)
মনসুর আলি খান পতৌদি (১০)
বিষেণ সিং বেদী (৮)
শচিন টেন্ডুলকার (৬)
সুনীল গাভাস্কার (৬)
ধোনির নিজের কিছু কথা
এবার জেনে নিন মহেন্দ্র সিং ধোনির সাফল্যের সেই মুল মন্ত্র। আর সেটা তার জবানীতেই-• দেখুন ট্যালেন্ট নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দৃষ্টিভঙ্গি। চাপে পড়ে যাওয়ার পর যদি সেটা থেকে বের হওয়ার রাস্তা যদি জানতে পারেন তবে সেটাই ক্রিকেটের ক্রিকেটের রোমাঞ্চ।
• কে কতো বড় ক্রিকেটার। কার প্রোফাইল সমৃদ্ধ সেটা গুরুত্বপুর্ন নয়। ফিটনেস গুরুত্বপূর্ণ। তবে ফিট থাকার জন্য আপনাকে প্রতিদিন জিম যেতে হবে না। তবে ফিটনেস লুকানোটাও ভাল কথা নয়। লুকালে সেটা সবাই ঠিকই বুঝে নেবে। যেমনটা হয়েছিল শেবাগ আর যুবরাজের ক্ষেত্রে।
• ওয়ানডে দলে থাকতে হলে আপনার ফিল্ডিং ভাল হতেই হবে। তা না হলে রক্ষা নেই।
• কোচিং ম্যানুয়াল পড়ার দরকার নেই। টিম মিটিং, থিওরি সেসব কিছুও আমার দরকার নেই। মাঠে কাজ চাই। সাহস চাই। বক্তৃতা দিয়ে সময় নষ্ট করা চাই না।
• মিডিয়া কি দেখাল কিংবা কী লিখল মাথা ঘামাই না।। ওদের থেকে দুরে থাকাটাই ভালো।
• দেখুন, নিজেকে গুরুত্ব দেবেন। নিজে যেটা মনে করবেন সেটাই ঠিক মনে করে এগোবেন। কে কি বললো সেটা একটু পড়ে ভাবলেও চলবে। তাই বলে নির্বিকার হবে না।
• একটানা অনেক ম্যাচ খেলতে হতে পারে। অমানুষিক শারীরিক কষ্ট সহ্য করার জন্য সবসময় তৈরি থাকতে হবে।
• দলের ওপর কোনও রকম নাক গলানো যাবে না। সবাই তার মতো জায়গা পাবে। একইসঙ্গে মাঠে ভয় পেলে চলবে না। আর ফিল্ড সাজানোর সময় আমার দিকে চোখ রাখতে হবে।
একনজরে মহেন্দ্র সিং ধোনি
পুরো নাম: মহেন্দ্র সিং ধোনি
ডাকনাম: মাহি
জন্ম: ১৯৮১ সালের ৭ জুলাই
ব্যাটিং স্টাইল: ডানহাতি ব্যাটসম্যান
ফিল্ডিং পজিশন: উইকেটকিপার
ওয়ানডে অভিষেক: ২৩ ডিসেম্বর ২০০৪, প্রতিপক্ষ বাংলাদেশ
টেস্ট অভিষেক: ২ ডিসেম্বর ২০০৫, প্রতিপক্ষ শ্রীলংকা
টেস্ট: ৭৭; রান: ৪২০৯; গড় ৩৯.৭০; ক্যাচ: ২১২
ওয়ানডে: ২২৪; রান ৭২৮৬; গড় ৫১.৩০; ক্যাচ ২১১
টি-টুয়েন্টি: ৪২; রান ৭৪৮; গড় ৩১.১৬; ক্যাচ ২১
Monday, March 5, 2018
ব্রণ কি? কেন হয়? মুক্তির উপায়, চিকিৎসা। দূর করার কার্যকর পদ্ধতি এবং আরোগ্যকারী হোমিও চিকিত্সা
যৌবনের একটি অবাঞ্ছিত সমস্যার নাম হচ্ছে ব্রণ। অ্যাকনি ভালগারিস (কিংবা
ব্রণ) মানব ত্বকের সাধারণ রোগবিশেষ, যেখানে লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল,
পিম্পল দেখা যায়। ভীতি উদ্রেকের পাশাপাশি, এটির প্রধান পার্শ্ব
প্রতিক্রিয়া হচ্ছে আত্ম-বিশ্বাস কমে যাওয়া। অতিরিক্ত পর্যায়ে মানসিক
অবসাদ এবং আত্মহত্যার মত অবস্থার উদ্ভব হতে পারে। একটি সমীক্ষায় দেখা
গিয়েছে, ব্রণের রোগীদের আত্মহত্যার পরিমাণ ৭.১%. (সূত্র-উইকিপিডিয়া )
ব্রণের বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ কমই আছেন। বিশেষ করে তরুণ- তরুণীরা ব্রণের উৎপাতে বেশি ভোগেন। এই ব্রণ মূলত টিনএজারদের সমস্যা। এ বয়সে যখন মুখের সৌন্দর্যের প্রতি সবাই আকর্ষণবোধ ও প্রয়োজনীয়তা অনুভব করে ঠিক সে বয়সেই মুখে এই বিশ্রী গোটাগুলো দেখা দেয়, যা তাদের অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
কোন বয়সে বেশি হয়
১৩ থেকে ১৮ বছর বয়সে এটি বেশি হয়। তবে ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এটি হতে
দেখা যায়। টিনএজারদের মধ্যে শতকরা নব্বই ভাগের ক্ষেত্রেই কম অথবা বেশি
পরিমাণে এটি হয়ে থাকে। ২০ বছর বয়সের পর থেকে এটি ধীরে ধীরে কমতে থাকে।
বিভিন্ন অবস্থায় ব্রণ
- ট্রপিক্যাল একনি :– অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে, উরুতে ব্রণ হয়ে থাকে।
- প্রিমিন্সট্রুয়াল একনি :– কোনো কোনো মহিলার মাসিকের সাপ্তাহ খানেক আগে ৫-১০টির মতো ব্রণ মুখে দেখা দেয়।
- একনি কসমেটিকা :– কোনো কোনো প্রসাধনী লাগাতার ব্যবহারে মুখে অল্প পরিমাণে ব্রণ হয়ে থাকে।
- একনি ডিটারজিনেকস :– মুখ অতিরিক্ত ভাবে সাবান দিয়ে ধুলেও ( দৈনিক ১/২ বারের বেশি ) ব্রণের পরিমাণ বেড়ে যায়।
- স্টেরয়েড একনি :– স্টেরয়েড ঔষধ সেবনে হঠাৎ করে ব্রণ দেখা দেয়। মুখে স্টেরয়েড, যেমন– বটানোবেট ডার্মোভেট জাতীয় । ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারে ব্রণের পরিমান বেড়ে যায়।
ব্রণের প্রকারভেদ
ব্রণের প্রকারভেদ অনেক। তবে সাধারণভাবে যে-প্রকারের ব্রণ হয়ে থাকে তারই বর্ণনা এখানে দেয়া হচ্ছে । এটি লোমের গোড়ায় হয়ে থাকে । ব্রণের মূলে যে জিনিস তার নাম কেমডো ( চাপ দিলে ভাতের দানার মতো বের হয় ), তবে কখনও কখনও শুধু শুধু দানা আকারে, পুঁজ সহকারে গহ্ববরযুক্ত দানা বা বড় গোটার আকারে দেখা দিতে পারে। আবার এক প্রকারের ব্রণ দেখা যায় যাতে চাপ দিলে শক্ত সাদা সুতার মত বেরোয় যাকে অনেকে শালও বলে থাকেন।শরীরের কোথায় হয়
সাধারণত মুখে যেমন গাল, নাক, থুতনি ও কপালে হতে দেখা যায়। তবে শরীরের উপরের অংশে ও হাতের ওপরের অংশেও হরহামেশাই হতে দেখা যায়।
ব্রণ হওয়ার কারণ
বংশগত প্রভাব একটি অন্যতম গুরুত্বপুর্ণ কারণ। স্বাভাবিকভাবেই লোমের গোড়ায়
একটি ব্যাকটেরিয়া থাকে, যার নাম প্রোপাওনি ব্যাকটেরিয়াম একনি।
বয়ঃসন্ধিকালে এড্রোজেন হরমোনের প্রভাবে সেবাসিয়াস গ্রন্হি থেকে সেবামের
নিঃসরণ বেড়ে যায়। এই সেবাম থেকে ফ্রি ফ্যাটি এসিড তৈরি করে লোমের গোড়ার
উপস্হিত ব্যাকটেরিয়া। ফলে লোমের গোড়ায় প্রদাহের সৃষ্টি হয় এই ফ্যাটি
এসিডের প্রভাবে। এর পাশাপাশি জমা হয় লোমের গোড়ায় কেরাটিন নামক পদার্থ।
ফলে সেবাসিয়াস গ্রন্হিপথ বন্ধ হতে থাকে এই কেরাটিন, লিপিড আর মেলানিন
পদার্থ দিয়ে, যা ব্লাক হেড বা ‘হোয়াইট হেড’ হিসেবে দেখা দিয়ে থাকে।
রোগ নির্ণয় :- ব্রণের মাত্রা নিরূপণের কিছু পন্থা আছে,যা নিম্নোক্ত:
- লিডস গ্রীডিং : সংক্রামতা এবং অসংক্রামতা নির্ধারণ করে(বিস্তার ০–১০)।
- কুকস গ্রেডিং স্কেল: ছবি ব্যবহার করে মাত্রা নির্ধারণ করে(সবচেয়ে কম ০,সবচেয়ে বেশি ৮)।
- পিলসবারি স্কেল: মাত্রা নির্ধারণ করে ১ (সবচেয়ে কম) - ৪ (সবচেয়ে বেশি)।
ব্রণ দূর করতে চারটি দারুণ ফেসপ্যাক
কমলার খোসা কমাবে ব্রণ :- কমলা লেবুর খোসা শুকিয়ে মিহি গুঁড়ো করে নিন। চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ব্রণের উপদ্রব কমবে, ব্রণের দাগও দূর হয়ে যাবে।
ফলদায়ক :- লবঙ্গ মূলত মসলা
হিসেবে পরিচিত হলেও ব্রণ সারাতে তা খুবই কার্যকর। লবঙ্গের তেল দিয়ে ত্বক
মাসাজ করা খুবই উপকারী। ত্বকে ব্রণের সংক্রমণ বেড়ে গেলে লবঙ্গ গুঁড়ো করে
তাতে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণের জায়গাগুলোতে মিশ্রণের মোটা
প্রলেপ দিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আলোভেরা মানিয়ে যায় সব ধরণের ত্বকে :- আলোভেরা
রস নিন নিন এক কাপ। এর সাথে মেশাণ এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং
প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো। মিশ্রণটি মুখসহ পুরো শরীরে লাগান। ২০-২৫
মিনিট মাসাজ করে গোসল করে ফেলুন।
আরোগ্যকারী হোমিও চিকিত্সা
রোগীর ব্রণ আক্রান্তের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে
হয়। উপরে বর্ণিত ফেসপ্যাক অনেকের কাছেই সময় অপচয় বা বিরক্তিকর মনে হতে
পারে। তাছাড়া অনেকের ক্ষেত্রে এগুলি ভালো ফলদায়ক নাও হতে পারে। তাই সবচেয়ে
ভালো হয় নিশ্চিত আরোগ্যকারী হোমিও চিকিত্সা গ্রহণ করা। ব্রণ সমস্যায় ভুগলে
ভালো একজন হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করে চিকিত্সা নিন।
Thursday, February 8, 2018
Warner tons up after life
David Andrew Warner (born 27 October 1986) is an Australian cricketer and the current vice-captain of the Australian cricket team
David Warner has posted his 21st Test century, but not before an extraordinary turn of events that had him walking towards the pavilion on 99.
Having laboured though the nineties, Warner appeared to have earned himself an infamous dismissal on 99 when he shelved a pull shot to mid-on to seemingly give England debutant Tom Curran his first Test wicket.
But with the opener halfway off the ground and the England players and fans jubilantly celebrating Curran's memorable breakthrough, replays on the big screen showed that the right-armer had marginally over-stepped the front line.
The cheers of the touring fans turned to silence as the home supporters roared their approval when Umpire Kumar Dharmasena held out his right arm to confirm the no-ball and Warner's reprieve.
And the opener took full advantage of his unexpected Christmas gift, nudging the next ball onto the leg-side for a single to belatedly bring up three figures.
He celebrated with typical gusto, removing his helmet and leaping in the air to accept the loud roar of the home crowd.
With emotions running high, Warner then had some choice words for Curran at the end of the over before England wicketkeeper Jonny Bairstow and paceman Jimmy Anderson walked in to stand up for their debutant.
Incredibly, it's the second time in 12 months that Warner has been dismissed on a no-ball on his way to a century at the MCG.
In the Boxing Day Test against Pakistan last year, Warner was bowled by Wahab Riaz when on 81 before replays showed the left-armer had over-stepped. Warner went on to score 144.
The incident was similar to the Adelaide Ashes Test four years ago when Ben Stokes had his maiden Test wicket, that of Brad Haddin, taken away from him when replays showed he had overstepped.
Curran is the third England bowler since 2013 to be denied his maiden Test wicket by a no-ball, joining Stokes and Mark Wood (against New Zealand in 2015). Warner also avoided the infamy of being dismissed on 99 in a Test. The last Australian to suffer that was Shaun Marsh at this venue three years ago, while Steve Smith was dismissed for 199 in Jamaica in 2015.
2017-18 International Fixtures
Magellan Ashes Series
Australia Test squad: Steve Smith (c), David Warner (vc), Cameron Bancroft, Usman Khawaja, Peter Handscomb, Shaun Marsh, Mitchell Marsh, Tim Paine (wk), Mitchell Starc, Pat Cummins, Nathan Lyon, Josh Hazlewood, Jackson Bird.
England Test squad: Joe Root (c), James Anderson (vc), Moeen Ali, Jonny Bairstow, Jake Ball, Gary Ballance, Stuart Broad, Alastair Cook, Mason Crane, Tom Curran, Ben Foakes, Dawid Malan, Craig Overton, Ben Stokes, Mark Stoneman, James Vince, Chris Woakes.
David Warner has posted his 21st Test century, but not before an extraordinary turn of events that had him walking towards the pavilion on 99.
Having laboured though the nineties, Warner appeared to have earned himself an infamous dismissal on 99 when he shelved a pull shot to mid-on to seemingly give England debutant Tom Curran his first Test wicket.
But with the opener halfway off the ground and the England players and fans jubilantly celebrating Curran's memorable breakthrough, replays on the big screen showed that the right-armer had marginally over-stepped the front line.
The cheers of the touring fans turned to silence as the home supporters roared their approval when Umpire Kumar Dharmasena held out his right arm to confirm the no-ball and Warner's reprieve.
And the opener took full advantage of his unexpected Christmas gift, nudging the next ball onto the leg-side for a single to belatedly bring up three figures.
He celebrated with typical gusto, removing his helmet and leaping in the air to accept the loud roar of the home crowd.
With emotions running high, Warner then had some choice words for Curran at the end of the over before England wicketkeeper Jonny Bairstow and paceman Jimmy Anderson walked in to stand up for their debutant.
Incredibly, it's the second time in 12 months that Warner has been dismissed on a no-ball on his way to a century at the MCG.
In the Boxing Day Test against Pakistan last year, Warner was bowled by Wahab Riaz when on 81 before replays showed the left-armer had over-stepped. Warner went on to score 144.
The incident was similar to the Adelaide Ashes Test four years ago when Ben Stokes had his maiden Test wicket, that of Brad Haddin, taken away from him when replays showed he had overstepped.
Curran is the third England bowler since 2013 to be denied his maiden Test wicket by a no-ball, joining Stokes and Mark Wood (against New Zealand in 2015). Warner also avoided the infamy of being dismissed on 99 in a Test. The last Australian to suffer that was Shaun Marsh at this venue three years ago, while Steve Smith was dismissed for 199 in Jamaica in 2015.
2017-18 International Fixtures
Magellan Ashes Series
Australia Test squad: Steve Smith (c), David Warner (vc), Cameron Bancroft, Usman Khawaja, Peter Handscomb, Shaun Marsh, Mitchell Marsh, Tim Paine (wk), Mitchell Starc, Pat Cummins, Nathan Lyon, Josh Hazlewood, Jackson Bird.
England Test squad: Joe Root (c), James Anderson (vc), Moeen Ali, Jonny Bairstow, Jake Ball, Gary Ballance, Stuart Broad, Alastair Cook, Mason Crane, Tom Curran, Ben Foakes, Dawid Malan, Craig Overton, Ben Stokes, Mark Stoneman, James Vince, Chris Woakes.
Subscribe to:
Posts (Atom)
Variations on The Word Love
Variations on The Word Love By Margaret Atwood 'This is a word we use to plug holes with. It's the right size fo...
-
ছোটবেলা ৩০শে নভেম্বর ১৯৭৮ সালে কলকাতার এক অবাঙালী পরিবারে তার জন্ম হয়। সেন্ট জোসেফ মেরি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং...
-
Welcome to my blogger Hello! I am professional logo designer, with over 4+ years of experience. I'm a professional Graphic Designer, I...
-
বার্সেলোনা ক্লাবে যাত্রা শুরু মেসি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার ২০০৪ সালের ১৬ অক্টোবর, ইস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার তৃতীয...